ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিস্ময়ের এক জাদুবাক্স। প্রায় প্রতিটা আসরে নতুন কেউ স্পটলাইটে চলে আসেন। এবারে তেমন এক চরিত্র ভিগনেশ পুথুর। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ক্ল্যাসিকোতে তিনি নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
বা হাতের ঘূর্ণিতে তিনি সেদিন তিনিখানা উইকেট শিকার করেছিলেন। কিন্তু সেসব ছাপিয়ে ভারতের ক্রিকেট মহলে কৌতুহলের বিষয়ে পরিণত হয়েছিল, ভিগনেশ ও মহেন্দ্র সিং ধোনির কথোপকথন। কি বলেছিলেন ধোনি তাকে এই নিয়ে তার বন্ধুমহলেও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল।
ভারতের ক্রিকেট ইতিহাসে ধোনি এক অমর চরিত্র। বেশ সম্মানীয় বটে। একজন তরুণ যার সবে মাত্র আইপিএল অভিষেক হয়েছে, তাঁর পিঠ চাপড়ে দিয়ে কি বলেছেন ধোনি- তা নিয়ে তাই আগ্রহ হওয়া ভীষণ স্বাভাবিক। পুথুরের একজন বন্ধুর মারফত সেই আগ্রহের অবসান ঘটেছে।
ধোনি পুথুরকে জিজ্ঞেস করেছিলেন যে তার বয়স কত। এমন প্রশ্ন মনে জাগ্রত হওয়া বেশ স্বাভাবিক বটে। কেননা ভিগনেশ একেবারে হুট করেই এসেছেন দৃশ্যপটে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট তাকে খুঁজে বের করেছে। এখনও পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে স্বীকৃত ক্রিকেটের সেই অর্থে কোন অভিজ্ঞতা নেই। পাড়া-মহল্লায় ক্রিকেট খেলে বেড়িয়েছেন তিনি।
তাছাড়া তাকে দেখতেও বয়সে ভীষণ ছোট লাগে। তবে জীবনের পরিক্রমায় ২৪টি বছর পার করে ফেলেছেন এই চায়নাম্যান। তবে স্রেফ এই প্রশ্নেই থেমে থাকেনি ধোনি ও ভিগনেশের কথোপকথন। বড় ভাই, মেন্টর হিসেবে খানিক উপদেশও দিয়েছেন ধোনি। ধারাবাহিকতার সাথে সাথে সততার সাথে পরিশ্রমের উপদেশ দিয়েছেন তিনি ভিগনেশকে।
ভিগনেশের সামনে উদাহরণ হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী। আইপিএল থেকে বিশ্বজয়ের পথ পাড়ি দিয়েছেন বরুণ। ভিগনেশের জন্যে রয়েছে অনুপ্রেরণা, উপদেশ- এসব নিয়ে তিনি যেতে পারবেন কতদূর!