পান্ডিয়া ফিরলে ভারত কাকে বাদ দিবে?

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাননি ভারতীয় এ অলরাউন্ডার। খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, হার্দিক পান্ডিয়া ইনজুরি থেকে ফিরে এসে একাদশে ঢুকলে বাদ পড়বে কে? 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাননি ভারতীয় এ অলরাউন্ডার। খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, হার্দিক পান্ডিয়া ইনজুরি থেকে ফিরে এসে একাদশে ঢুকলে বাদ পড়বে কে?

হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলেছিল মোহাম্মদ শামির। প্রথম ৪ ম্যাচে একাদশের বাইরে থাকলেও সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এ পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেও নিজের ঝুলিতে যোগ করেছেন ৪ উইকেট। সব মিলিয়ে দারুণ ছন্দে থাকা এ পেসারকে একাদশে বাইরে রাখার কোনো অবকাশই নেই।

তাছাড়া ভারতের জয়রথ চলছেই। টানা ৬ ম্যাচ জিতে টুর্নামেন্টের এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তাঁরা। হার্দিক পান্ডিয়াকে একাদশে ফেরাতে হলে তাই টিম ম্যানেজমেন্টকে ভাঙতে হবে উইনিং কম্বিনেশন। আর সে যাত্রায় রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়কে যে কিছুটা মধুর সমস্যায় পড়তে হবে সে ব্যাপারে সন্দেহ নেই।

ভারতের এ জয়যাত্রায় অবশ্য আড়াল হয়েছে অনেক কিছুই। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি ভারতকে সবচেয়ে ভোগাচ্ছে ফিনিশিং রোলে। নিউজিল্যান্ডের বিপক্ষেও যেমন ৬ উইকেট পতনে ভারত হোঁচট খেয়েছে, একই সাথে ইংল্যান্ডের বিপক্ষে লোয়ার অর্ডার থেকেনি আসেনি তেমন কোনো রান। সে ম্যাচে সর্বশেষ ১০ ওভারে ভারত তুলেছিল সর্বসাকূল্যে ৫৭ রান। সব মিলিয়ে পান্ডিয়ার জায়গাটা অপূরণীয়।

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে ষষ্ঠ পেসার ছিল বিধায় পান্ডিয়ার ইনজুরি দলের উপর তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। তবে শেষ দুই ম্যাচে ভারত একাদশে ৫ বোলারই খেলিয়েছে। এ দুটি ম্যাচে ছিল না অতিরিক্ত কোনো বোলার। আর এটি নিয়েই রয়েছে শঙ্কা। হার্দিক পান্ডিয়া যেভাবে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি তো ঘটতে পারে বাকি বোলারদের ক্ষেত্রেও।

একাদশ নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বরাবরই এক্সট্রা বোলার নিয়ে খেলতে চায়। তার প্রমাণ মিলেছে এবারের বিশ্বকাপেই। তা ছাড়া স্লগ ওভারে পান্ডিয়ার ১৩০- ছাড়ানো স্ট্রাইকরেট দলকেই খানিকটা এগিয়ে দেবে। তাই পান্ডিয়া ফিট হয়ে ফিরলে যে, একাদশেও ফিরবেন, তা অনেকটা নিশ্চিতই বটে। কিন্তু পান্ডিয়া একাদশে জায়গা পেলে, কে বাদ পড়বেন- সেটিও যেন এখন পর্যন্ত ধোঁয়াশা থেকে গিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বকাপ যতদূর গড়িয়েছে, তাতে ভারতের একাদশে পরের ম্যাচগুলোতে অটোচয়েসই থাকবেন মোহাম্মদ শামি। পান্ডিয়া ফিরলেও তাঁর জায়গা থাকবে অপরিবর্তিত। এ ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন সুরিয়াকুমার যাদব। আবার মোহাম্মদ সিরাজও একাদশ থেকে বাদ পড়লে তেমন বিস্ময়ের কিছু নেই। এখন পর্যন্ত বল হাতে তেমন জ্বলে উঠতে পারেনি। ৪৮.৩৩ বোলিং গড়ে নিয়েছেন ৬ উইকেট।

যদিও আইসিসি র‍্যাংকিংয়ে সেরা বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ তিনে রয়েছেন এ পেসার। তবুও ভারতের ২ পেসার, ২ স্পিনার আর ২ অলরাউন্ডারের তত্ত্বে শেষ পর্যন্ত বাদ পড়তেই পারেন মোহাম্মদ সিরাজ। অবশ্য এ সব কিছুই নির্ধারণ করছে, হার্দিক পান্ডিয়ার ফেরার উপরে। তবে যাই হোক না কেন, সামনের সময়ে ভারতীয় নির্বাচদের একাদশ নির্বাচনে মধুর বিড়ম্বনার মধ্য দিয়েই যেতে হবে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...