চান্দিকা হাতুরুসিংহে বাংলাদেশে আসবেন নাকি আসবেন না। এই নিয়ে আলোচনার অবসান হয়েছে। বিসিবি আনুষ্ঠানিক ভাবেই নিশ্চিত করেছে বাংলাদেশে আসছেন লংকান এই কোচ। বাংলাদেশ ক্রিকেটের সাথে হাতুরুর শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। তবে এই কোচ আসার আগেই শুরু হয়ে গিয়েছে নানা তর্ক-বিতর্ক।
হাতুরুসিংহে আসলে দেশের ক্রিকেটে কী ভালো হবে কিংবা খারাপ তা নিয়েও চলছে জোর আলোচনা। দ্বিতীয় দফায়ও এই কোচ প্রথমবারের মত সাফল্য পাবেন কিনা তা তো সময়ই বলে দিবে। তবে হাতুরুসিংহে বাংলাদেশে আসলে কিছু জিনিস ঘটবে তা নিশ্চিত করেই বলা যায়।
- সিনিয়র ক্রিকেটার
নিজের প্রথম পর্বেও সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এছাড়া মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিতেও তিনিই বাধ্য করেছিলেন। অন্য সিনিয়র ক্রিকেটারদেরও তিনি সেই সময় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছাঁটাই করতে চেয়েছেন।
এবার হাতুরু আসলে এই সম্ভাবনা আরো বেশি। কেননা তামিম, মুশফিক, রিয়াদরা আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। ওয়ানডে ফরম্যাটেও এই সিনিয়রদের খুব বেশিদিন চাইবেন না এই কোচ।
- ভয়ঢরহীন ক্রিকেট
বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে এরপর তিনি ভয়ঢরহীন ক্রিকেটের বীজটা বপন করতে চাইবেন। টি-টোয়েন্টি এমনকি ওয়ানডে ফরম্যাটেও তিনি আরো আগ্রাসী হতে চাইবেন।
সেক্ষেত্রে তামিম, মুশফিক, রিয়াদদের উপরও চাপ প্রয়োগ করতে পারেন তিনি। আর আগ্রাসী ব্যাটিংটা করতে না পারলেও এই সিনিয়রদের কেউ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মিস করলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
- মুমিনুল হক ইস্যু
বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক কখনোই চান্দিকা হাতুরুসিংহের প্রিয়পাত্র ছিলেন না। ফর্মে থাকা অবস্থায়ও তাঁকে টেস্ট দল থেকে সরিয়ে দিতে চেয়েছিলে হাতুরু। যদিও হাতুরু যাওয়ার পর বাংলাদেশের টেস্ট অধিনায়কও হয়েছেন মুমিনুল।
তবে এখন আবার বাইশ গজে খুব একটা ভালো সময় কাটাচ্ছেন না তিনি। অধিনায়কত্ব হারিয়েছেন, একাদশ থেকেও জায়গা হারিয়েছেন। ফলে এবার হাতুরু আসলে হয়তো মুমিনুলের ক্যারিয়ারটা একেবারেই শেষ হয়ে যেতে পারে।
- তরুণদের গ্রুপ
হাতুরুসিংহে আগেরবারও এগিয়ে যেতে চেয়েছিলেন তরুণ ক্রিকেটারদের নিয়ে। সেবার সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানদের তুলে এনেছিলেন তিনি। এই তরুণদের টানা সুযোগ দেয়ার চেষ্টা করেছেন। এবারো হয়তো এমন একটা গ্রুপ তৈরি করতে চাইবেন হাতুরু। সেই গ্রুপে দেখা যেতে পারে এখনো জাতীয় দলের হয়ে না খেলা কয়েকজন তরুণকে।
- ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশ দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ানডে বিশ্বকাপ। চান্দিকা হাতুরুসিংহেও তাঁর পরিকল্পনা সাজাবেন এই বিশ্বকাপকে কেন্দ্র করেই। তবে সেজন্য এই কোচ দলে আনতে পারেন বেশকিছু পরিবর্তন।
বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের বেশ চাপেই থাকতে হবে। মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হতে পরে। এছাড়া তামিমই নিশ্চিত করে দলকে নেতৃত্ব দিচ্ছেন কিনা তাও বলা যাচ্ছেনা।