সাকিব মুক্ত পাখি, কিন্তু গন্তব্য কি!

রিয়াল মাদ্রিদও সম্ভবত কামব্যাক করা শিখেছে সাকিব আল হাসানের কাছ থেকে। রসিকতাকে সত্য ধরে নেবেন না। তবে অদম্য সাকিবের বারবার ফিরে আসার গল্পগুলো অনুপ্রেরণার বটে। ছোট্ট শিশুটিও হয়ত জানে ক্রিকেটার সাকিবের কাছে প্রতিবন্ধকতার মানে স্রেফ একটু বাড়তি প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন সাকিব কি করবেন?

রিয়াল মাদ্রিদও সম্ভবত কামব্যাক করা শিখেছে সাকিব আল হাসানের কাছ থেকে। রসিকতাকে সত্য ধরে নেবেন না। তবে অদম্য সাকিবের বারবার ফিরে আসার গল্পগুলো অনুপ্রেরণার বটে। ছোট্ট শিশুটিও হয়ত জানে ক্রিকেটার সাকিবের কাছে প্রতিবন্ধকতার মানে স্রেফ একটু বাড়তি প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন সাকিব কি করবেন?

বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছিল সাকিব আল হাসানের। তৃতীয় বারের প্রচেষ্টাতে তিনি অবশেষে পাস করেছেন পরীক্ষায়। একবার না পারিলে দেখো শতবার- প্রবাদকে নিজের জীবনের মন্ত্র বানিয়ে ফেলেছেন তিনি। বারংবার চেষ্টা করে যেতে বিন্দুমাত্র দ্বিধা নেই তার। প্রবল চেষ্টায় বাঁধন ছিঁড়ে গেছে, সাকিব এখন তাই মুক্ত পাখি।

কিন্তু এই মুক্ত পাখির এখন গন্তব্য কি? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবের সাথে সাথে বোলিংয়ের নিষেধাজ্ঞার কারণে সাকিবের আর খেলা হয়ে ওঠেনি। এখনও বাংলাদেশ জাতীয় দলে তার জায়গাটা শূন্য রয়েছে বটে। তবে বাকি সিনিয়ররা তো বিদায়ের মিছিলে যুক্ত হয়ে গেছেন।

তাছাড়া রাজনৈতিক কারণে দেশের মাটিতে সাকিব কবে নাগাদ ফিরতে পারবেন- সেটারও কোন নিশ্চয়তা নেই। এমন দোলাচলের জীবনে নিয়ে নিশ্চয়ই সাকিব আল হাসান বেঁচে থাকতে চাইবেন না। যদিও পরিস্থিতি অনেকটাই সাকিবের পক্ষে আসতে শুরু করেছে। তবে এই মুহূর্তে সাকিবের উচিত বাংলাদেশ জাতীয় দলের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা।

তার উচিত এখন ক্রিকেটাকে উপভোগ করা। পৃথিবীর আনাচে-কানাচে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন সাকিব। এখন তার ক্রিকেট ময়দানে টিকে থাকার অবলম্বন হতে পারে সেসব কিছু। সাকিবের সবচেয়ে পছন্দের ফুটবলার লিওনেল মেসি।

ফুটবল জীবনকে পরিপূর্ণ করে, তিনি এখন স্রেফ উপভোগের জন্যে খেলছেন চাপহীন ফুটবল। সাকিব চাইলেই তার পছন্দের ফুটবলারকে অনুসরণ করতে পারেন। সাকিব, মেসি হয়ে ওঠেননি- তবে চেষ্টা তো করেছেন, দিনশেষে দলগত স্পোর্টসের শিরোপা জয় তো আর একা একা করা সম্ভব নয়।

এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারকে টেনে বড় করবার বিশেষ প্রয়োজন নেই সাকিবের। মুক্ত পাখি ক্রিকেট ময়দানে বিচরণ করবেন, চাপহীন, প্রত্যাশাহীন এক জীবন কাঁটাবেন। সন্তানরাও তো বাবার সান্নিধ্য চায়। সাকিবের শরীরটাও নিশ্চয়ই একটু বিশ্রাম চায়। এ জীবনে আর কতবার কামব্যাক করা যায়!

Share via
Copy link