শচীন টেন্ডুলকার, দ্য হংকং সিক্সেস চ্যাপ্টার!

ক্রিকেট দুনিয়ার গুরুত্বপূর্ণ কোন টুর্নামেন্ট ছিল না এটি, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে এর আবেদন ছিল অন্যরকম। প্রিয় ক্রিকেটারদের সিরিয়াস জগতের বাইরে একটু রিলাক্স মুডে দেখার সুযোগ পাওয়া যেত। ফলে ভক্তদের সঙ্গেও ক্রিকেটারদের সখ্যতা নতুন মাত্রা লাভ করে।

ছয় জনের দল, সর্বোচ্চ পাঁচ ওভারের খেলা – দর্শকদের বিনোদন দেয়ার জন্য হংকং ক্রিকেট সিক্সেস নামের দারুণ একটা টুর্নামেন্টের পথ চলা শুরু হয়। নিয়মে ভিন্নতা শুধু দর্শক নয়, অনেক তারকা ক্রিকেটারকেও আকৃষ্ট করেছিল। তাই তো শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট কিংবদন্তিও খেলেছিলেন বিশেষায়িত এই টুর্নামেন্ট – যা আজও টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে আছে।

নব্বইয়ের দশকে এই ভারতীয় ব্যাটার বেশ কয়েকবার উড়ে গিয়েছিলেন হংকংয়ে, অংশ নিয়েছিলেন হংকং ক্রিকেট সিক্সেসের ক্রিকেট যজ্ঞে। ভারতীয় দলের হয়েই সফর করেছিলেন তিনি।

ক্রিকেট দুনিয়ার গুরুত্বপূর্ণ কোন টুর্নামেন্ট ছিল না এটি, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে এর আবেদন ছিল অন্যরকম। প্রিয় ক্রিকেটারদের সিরিয়াস জগতের বাইরে একটু রিলাক্স মুডে দেখার সুযোগ পাওয়া যেত। ফলে ভক্তদের সঙ্গেও ক্রিকেটারদের সখ্যতা নতুন মাত্রা লাভ করে।

কিন্তু আর্থিক সমস্যা আর আঁটসাঁট সূচির কারণে স্থগিত হয়ে যায় হংকং ক্রিকেট সিক্সেস। তবে অপেক্ষার অবসান ঘটেছে, আবারো ফিরতে যাচ্ছে ছয় জনের ক্রিকেট লিগ। প্রতি দলে খেলবেন ছয় জন ক্রিকেটার, সাধারণত ছয় থেকে আটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। ইতোমধ্যে ভারত সেখানে অংশগ্রহণের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

নিজেদের এক্স (টুইটার) একাউন্টে একটি পোস্টের মাধ্যমে টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিজেরাই জানিয়েছে সেই তথ্য। তাঁরা লিখেছে, ‘এইচকেসিক্স এ বল মাঠের বাইরে পাঠাতে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। বিধ্বংসী পাওয়ার হিটিং আর চার ছক্কার ঝড় দেখার জন্য দর্শক প্রস্তুত তো?’

সাত বছরের বিরতি কাটিয়ে হংকং ক্রিকেট সিক্সেস মাঠে গড়াতে যাচ্ছে আগামী মাসেই। নভেম্বরের এক থেকে তিন তারিখ পর্যন্ত চলবে ব্যাট বলের ব্যতিক্রমী এক লড়াই। বর্তমান প্রজন্মের ক্রিকেটপ্রেমীরা পেতে যাচ্ছেন নতুন কোন স্বাদ আর পুরনো সমর্থকেরা নিশ্চয়ই নস্টালজিয়ায় ভুগবেন এবার।

Share via
Copy link