জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে সুযোগ পাবেন কে?

ওয়ার্কলোড ঠিক রাখতে এই টেস্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছে বুমরাহকে, তবে তাঁর পরিবর্তে কে খেলবেন সেই প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা আছে। 

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে ইতোমধ্যে রাঁচিতে পৌছুছে ভারতীয় দল। তবে দলের সাথে আসেননি এমন একজন যিনি পুরো সিরিজ জুড়ে ইংলিশদের অসম্ভব ভুগিয়েছেন – তাঁর নাম জাসপ্রিত বুমরাহ। মূলত ওয়ার্কলোড ঠিক রাখতেই এই টেস্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছে তাঁকে, তবে তাঁর পরিবর্তে কে খেলবেন সেই প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা আছে।

পেসার নাকি স্পিনার – বুমরাহর অনুপস্থিতিতে কোন বিভাগে বেশি গুরুত্বারোপ করবে সেটাই এখনো ঠিক করতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। স্পিন আক্রমণকে আরো শক্তিশালী করতে চাইলে একাদশে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর বা অক্ষর প্যাটেলের মধ্যে যেকোনো একজন। এক্ষেত্রে ব্যাটিংয়েও বাড়তি সুবিধা পাবে স্বাগতিকরা।

অবশ্য পেসার কাউকে খেলানোর সম্ভাবনাও নেহাত কম নয়। মুকেশ কুমার একাদশে ফিরলেও ফিরতে পারেন, এছাড়া অভিষেক হতে পারে আকাশ দ্বীপের। যদিও ভিজাগের ফ্ল্যাট পিচে মুকেশ যেমন নির্বিষ বোলিং করেছেন তাতে তাঁর উপর ভরসা রাখার কথা নয়। কেননা ২-১ এ সিরিজে এগিয়ে থাকলেও যেকোনো ছোটখাটো ভুলে বেন স্টোকসের দল মোমেন্টাম পেয়ে যেতে পারে।

আবার ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভাল বল করেছেন আকাশ। কিন্তু বাজবল দীক্ষায় দীক্ষিত ব্যাটারদের সামনে আকাশের মত নবাগত তরুণকে খেলানোর সিদ্ধান্ত সঠিক হবে কি না তা নিয়ে ব্যাপক দ্বিধা রয়েছে।

সবমিলিয়ে বলতে গেলে, জাসপ্রিত বুমরাহর পরিবর্তে আরেকজন পেসারকে একাদশে রাখার চেয়ে না রাখার দিকেই যুক্তি বেশি। এমনকি পিচে যদি তেমন টার্ন না থাকে তবু সুন্দর কিংবা অক্ষরকে একাদশে জায়গা দেয়া তুলনামূলক ভাল সিদ্ধান্ত হবে।

কেননা দু’জনেই ব্যাট হাতে বেশ নির্ভরযোগ্য; লোকেশ রাহুল, বিরাট কোহলির মত অভিজ্ঞ ব্যাটার না থাকায় ভারতীয় ব্যাটিং লাইনআপে কিছুটা হলেও শক্তি হারিয়েছে সেটাই পূরণ করতে পারবেন অক্ষর, সুন্দররা। এখন দেখার বিষয় রাহুল দ্রাবিড় কিভাবে বুমরাহর পরিবর্তে কাকে সুযোগ দেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...