কেন অধিনায়ক পাল্টাল চেন্নাই!

পঞ্চদশ আসরের মাঝপথে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এর মধ্যেই চেন্নাই সুপার কিংসে অধিনায়কের দায়িত্বে অদলবদল। প্রথমবারের মত অধিনায়কত্ব পাওয়া রবীন্দ্র জাদেজা টুর্নামেন্টের মাঝপথেই ছাড়ছেন দায়িত্ব। নিজের দায়িত্ব পুনরায় সপে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির কাছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয় চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে।

পঞ্চদশ আসরের মাঝপথে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এর মধ্যেই চেন্নাই সুপার কিংসে অধিনায়কের দায়িত্বে অদলবদল। প্রথমবারের মত অধিনায়কত্ব পাওয়া রবীন্দ্র জাদেজা টুর্নামেন্টের মাঝপথেই ছাড়ছেন দায়িত্ব। নিজের দায়িত্ব পুনরায় সপে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির কাছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয় চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে।

অধিনায়কের চাপটা যে জাদেজা সামলাতে পারেনি সেটা ব্যক্তিগত পারফরম্যান্সে স্পষ্ট। দলীয় পারফরম্যান্সও যাচ্ছেতাই। ৮ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্টস টেবিলের নয়ে অবস্থান দলটির। প্লে অফের দৌড়েও ছিটকে গেছে চারবারের শিরোপাজয়ীরা।

চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব ছেডে নিজের খেলায় আরও মনোযোগী হতে চায়। জাদেজা ধোনিকে অনুরোধ করেছে আবার নেতৃত্ব দেওয়ার জন্য। দলের স্বার্থ ও জাদেজার কথা চিন্তা করেই ধোনি আবার নেতৃত্ব দিবে।’

এবারের আসরের পর্দা উঠার আগেই চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘোষণা দেন এই আসরে অধিনায়কত্বে তিনি থাকছেন না। অধিনায়কের দায়িত্বটা তুলে দিচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাতে। জাদেজা অধিনায়কত্ব পেলেও সমর্থকদের একটা ধারণা ছিল মাঠে কলকাঠিটা নাড়বেন ধোনি। সেই ধারণাই ছিল সত্যি। অধিনায়ক ট্যাগটা জাদেজার নামের সাথে লাগানো থাকলেও মাঠে প্রায় সিদ্ধান্তের পেছনে ধোনির ভূমিকাই ছিল প্রধান।

জাদেজার হঠাৎ এমন সরে যাওয়ার সিদ্ধান্তের পরই নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘দেখুন, ধোনির অনুমোদন ছাড়া চেন্নাইয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না। ক্রিকেটের ব্যাপারে সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা কোনো ব্যাপার না যে অধিনায়ক কে। চেন্নাই যদি আইপিএল শুরুর দুই মাস আগে এই খবর দিত যে ধোনি অধিনায়ক হিসেবে থাকছেন না তাহলে দলের স্পন্সরশিপে একটা প্রভাব পড়তো। যখনই তাঁরা দেখেছে স্পন্সরদের সাথে চুক্তি শেষ, সুবিধাজনক অবস্থানে আছে তখনই তাঁরা এই ঘোষণা জানায়।’

আরেক সংবাদমাধ্যমের মতে, আইপিএলে অধিনায়কত্ব করা একজন স্রেফ এই কারণে চেন্নাইয়ের দায়িত্ব নিতে চাননি কারণ সেখানে ধোনির দাপট বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় ক্রিকেটার মনে করেন অধিনায়কত্ব নিলে ধোনির দাপট থাকবে। কিন্তু দলের ব্যর্থতা কিংবা ভরাডুবিতে সব দায়ভার তাঁর উপরই আসবে। সব বিষয়ে চিন্তা করেই অধিনায়কত্বের প্রস্তাব তিনি নাকচ করে দেন। একইভাবে তিনি বলেন, হারলে সব ব্যর্থতা নিজে ঘাড়ে আসবে আবার দল জিতলে সব ক্রেডিট পাবেন ধোনি।

আইপিএল শুরুর মাত্র ২৪ ঘন্টা আগেই হুট করে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয় এবারের আসরে চেন্নাইর অধিনায়কত্ব করবেন জাদেজা। এতে অবশ্য ব্যাপক সমালোচনাও হয়। যদিও জাদেজা পরবর্তীতে বলেন, ‘ধোনি দুই মাস আগেই আমাকে বলেছিলেন এবারের আসরে অধিনায়কত্ব করতে হবে।’

এবারের আসরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর জাদেজার অধীনে প্রথম চার ম্যাচেই হারে চেন্নাই। ব্যাটে-বলেও জাদেজা ছিলেনে একেবারেই সাদামাটা। ৮ ম্যাচে মাত্র ২২ গড়ে করেছেন ১১২ রান। বল হাতে ৮.১৯ ইকোনমিতে মাত্র ৫ উইকেট। অপরদিকে, ৮ ম্যাচে ৪৪ গড়ে ধোনি করেছেন ১৩২ রান। ব্যাট হাতে টানা দুই আসরে হতশ্রী পারফরম্যান্সের পর এবার যেন স্বরূপে ফিরেছেন এই ভারতীয় তারকা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...