রিজওয়ানের এত ক্র্যাম্প হয় কেন!

তবে প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটারকে মজা করে খোঁচাও মেরেছেন তিনি।

বিশ্বকাপে সর্বোচ্চ টার্গেট তাড়া করে জয় কিংবা আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরি – এই একটা ম্যাচে কত রেকর্ডই গড়েছে পাকিস্তান। পুরো বিশ্ব প্রশংসায় ভাসিয়েছে পাকিস্তানের দুই ব্যাটারকে। বাদ যাননি দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতারও, নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করতে গিয়ে স্তুতিতে ভাসিয়েছেন উত্তরসূরীদের।

তবে প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটারকে মজা করে খোঁচাও মেরেছেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দাবি, তাঁর (রিজওয়ান) তো প্রায়ই পেশিতে ক্র্যাম্প হয়।

৩৪৫ রানের পাহাড়সম রান টপকে যাওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই হারিয়েছিল দুই আস্থা ইমাম উল হক আর বাবর আজমকে। কিন্তু তরুণ শফিককে সঙ্গে নিয়ে লড়াই করে গিয়েছেন রিজওয়ান; দুজনে পেয়েছেন সেঞ্চুরি, সেই সাথে দলকে এনে দিয়েছেন অনেক দিন মনে রাখার মত একটা মুহূর্ত।

যদিও পুরো ইনিংস জুড়ে একাধিকবার ক্র্যাম্পের কারণে ফিজিওর সাহায্য নিতে হয়েছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারকে। আর সে ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি রহস্যময় ভঙ্গিতে জানান, ‘মাঝে মাঝে এটা ক্র্যাম্প, মাঝে মাঝে স্রেফ অভিনয়।’

ম্যাচ পরবর্তী আলোচনায় একই বিষয় তুলে আনেন শোয়েব আখতারও। তিনি বলেন, ‘রিজওয়ানের ঘনঘন ক্র্যাম্প হয়। আমি বুঝতে পারি যে, সে আলাদা কেউ নয়। ৫০ ওভার উইকেট কিপিং করার পর টানা ব্যাটিং করে সেঞ্চুরি – যে কারো শরীরের পক্ষে এটা অতিরিক্ত চাপ হয়ে যায়।’

কিন্তু এরপরই স্বদেশী তারকার সঙ্গে লোকেশ রাহুলের তুলনা দেন এই সাবেক পেসার। মূলত ভারতীয় ব্যাটারের সঙ্গে রিজওয়ানের ফিটনেস তুলনা করাটাই ছিল তাঁর প্রচ্ছন্ন ইচ্ছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘লোকেশ রাহুলও কিন্তু চেন্নাইয়ের গরমের মধ্যে পুরো ৫০ ওভার কিপিং করেছে। এবং ব্যাট হাতে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...