মোহিত ছক্কার রাজা রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে ৫৫৩ টি ছক্কা নিয়ে তাঁর সামনে ছিলেন ছিলেন শুধু ক্রিস গেইল। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এবার ক্রিস গেইলের এ রেকর্ডকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ছক্কা রাজা এখন তিনিই। 

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে নামের পাশে ৫৫১ টি ছক্কা নিয়ে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে ৫৫৩ টি ছক্কা নিয়ে তাঁর সামনে ছিলেন ছিলেন শুধু ক্রিস গেইল। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এবার ক্রিস গেইলের এ রেকর্ডকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ছক্কা রাজা এখন তিনিই।

শুরুটা করেছিলেন ফজল হক ফারুকিকে ছক্কা মেরে। ইনিংসের সপ্তম ওভারে সেই একই বোলারের চতুর্থ বল পুল করে মারা ছক্কায় গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত শর্মা। ক্রিস গেইলকে এরপর টপকে যেতে সময় নেননি। পরের ওভারেই নাভিন উল হককে আরেকটি পুলে মারা ছক্কায় গেইলকে ছাড়িয়ে যান তিনি।

এরপর আরো দুটি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৬ টি ছক্কা নিয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় শীর্ষ উঠে এসেছেন ভারতীয় এ অধিনায়ক। রোহিত তাঁর ক্যারিয়ারে এ ৫৫৬ টি ছক্কা মেরেছেন ৪৭৩ ইনিংস। ৫৫১ ইনিংসে ৫৫৩ টি ছক্কা নিয়ে এতকাল এ তালিকায় শীর্ষে ছিলেন ক্রিস গেইল।

এ ছাড়া ছক্কা মারার দিক দিয়ে শীর্ষ পাঁচ ব্যাটারের তালিকায় রয়েছেন শহীদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। ৫০৮ ইনিংস ৪৭৬ টি ছক্কা নিয়ে তিনে রয়েছেন শহীদ আফ্রিদি। আর ৪৭৪ ইনিংস ৩৯৮ টি ছক্কা নিয়ে চারে ব্রেন্ডন ম্যাককালাম ও ৪০২ ইনিংসে ৩৮৩ টি ছক্কা নিয়ে পাঁচে আছেন মার্টিন গাপটিল।

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ব্যাটারদের মধ্যে এ তালিকায় ১১ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৫৬৪ ইনিংসে ২৮৩ টি ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাটার। ২৭৬ ছক্কা নিয়ে ঠিক এর পরের অবস্থানেই আছেন ডেভিড ওয়ার্নার।

আফগানিস্তানের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলার পথে রোহিত আরো তিনটি রেকর্ড গড়েছেন। দ্রুততম সময়ে বিশ্বকাপের মঞ্চে ১ হাজার রান পূরণ করেছেন এ ব্যাটার। মাত্র ১৯ ইনিংসেই ১ হাজার রান পূরণ করা রোহিত এ যাত্রায় ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ভারতের হয়ে এর আগে ২০ ইনিংসে বিশ্বকাপে এক হাজার রান পূরণ করেছিলেন শচীন টেন্ডুলকার।

এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে মাত্র ১৯ ইনিংসেই সপ্তম সেঞ্চুরি পাওয়া এ ব্যাটার ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। বিশ্বকাপে ৪৪টি ইনিংস টেন্ডুলকারে সেঞ্চুরি ছিল ৬ টি। যা এতদিন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছিল। ২০২৩ বিশ্বকাপে এসে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা।

আফগানিস্তানের বিপক্ষে এ দিন ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। এর আগের রেকর্ড ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...