প্রথম বলেই উইকেট, বিশ্বকাপ এডিশন!

বিশ্বকাপের ম্যাচে প্রথম বলেই উইকেট! ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এমন কীর্তির সাথে নাম লিখিয়েছেন ৬ জন বোলার। যার সর্বশেষটা দেখা গেল এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের ৬ষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে লিটন যখন ইনিংসের প্রথম বলে ফিরেছেন, ঠিক তখনই তাঁকে আউট করা পেসার ট্রেন্ট বোল্ট ঢুকে গিয়েছেন অনন্য এ কীর্তিতে। 

বিশ্বকাপের ম্যাচে প্রথম বলেই উইকেট! ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এমন কীর্তির সাথে নাম লিখিয়েছেন ৬ জন বোলার। যার সর্বশেষটা দেখা গেল এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের ষষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে লিটন যখন ইনিংসের প্রথম বলে ফিরেছেন, ঠিক তখনই তাঁকে আউট করা পেসার ট্রেন্ট বোল্ট ঢুকে গিয়েছেন অনন্য এ কীর্তিতে।

তবে ট্রেন্ট বোল্টের আগে বিশ্বকাপের মঞ্চে এমন কীর্তিতে নাম লিখিয়েছেন আরো ৫ বোলার। যার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রেইগ ম্যাকডরমেটের হাত ধরে। এ ছাড়াও শ্রীলঙ্কার চামিন্দা ভাস, কানাডার খুররম চৌহান, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল এই কীর্তি গড়েছেন।

১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই কিউই ওপেনার জন রাইটকে ফিরিয়েছিলেন অজি পেসার ক্রেইগ ম্যাকডরমেট। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ইতিহাসে ঐ আসর দিয়েই প্রথমবারের মতো ম্যাচের প্রথম বলে আউটের স্বাক্ষী হয় বিশ্বকাপ ক্রিকেট। যদিও শুরুতে নিউজিল্যান্ডকে চাপে ফেলেও সে ম্যাচ অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হেরেছিল ৩৭ রানে।

৯২ বিশ্বকাপের পর অবশ্য পরের দুই আসরে ম্যাচের প্রথম বলে উইকেট পতনের ঘটনা দেখা যায়নি। তবে ২০০৩ বিশ্বকাপে এ কীর্তিতে নাম লেখান শ্রীলঙ্কার চামিন্দা ভাস। তবে দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ মাঠে সেদিন চামিন্দা ভাস শুধু প্রথম বলেই উইকেট নিয়ে ক্ষান্ত থাকেননি, সে ম্যাচের শুরুটাই করেছিলেন টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে।

শুরুটা করেছিলেন হান্নান সরকারকে ফিরিয়ে। এরপর মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হককে ফিরিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভাস। এরপর ঐ ওভারের চতুর্থ বল ঠেকালেও পঞ্চম বলে আউট হয়ে যান সানোয়ার হোসেন। এর ফলে ইতিহাসে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার কীর্তিও গড়েন চামিন্দা ভাস।

২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ইনিংস শুরু করতে নেমেই আউট হয়েছিলেন ব্রেন্ডন টেইলর। আর তাতে ম্যাচের প্রথম বলে আউট করে অনন্য এ কীর্তিতে নাম লেখান খুররম চৌহান। যদিও কানাডার হয়ে দারুণ শুরু এনে দিয়েও দিনশেষে ম্যাচ হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল তাঁকে।

২০১৯ বিশ্বকাপের এক আসরেই প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন দু’জন। একজন ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল। আর অন্যজন হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। শেল্ডন কটরেল নিউজিল্যান্ডের বিপক্ষে সে আসরের রাউন্ড রবিন লিগের ম্যাচে প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছিলেন মার্টিন গাপটিলকে। আর কাগিসো রাবাদা প্রথম বলে ফিরিয়েছিলেন দিমুথ করুণারত্নেকে।

বিশ্বকাপের ম্যাচে প্রথম বলেই আউট করার কীর্তিতে সর্বশেষ সংযোজন হলেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কিউই এ পেসারকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন লিটন দাস। তবে তা শেষ পর্যন্ত ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির হাতে ধরা পড়ে যায়। লিটন ফেরেন শূন্যরানে।

বিশ্বকাপের মঞ্চে হান্নান সরকারের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে গোল্ডেন ডাক তিক্ত স্বাদ নিয়ে সাজঘরের পথে হাঁটা দেন তিনি। আর লিটনের সে প্রস্থান যাত্রায় এ দিকে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন ট্রেন্ট বোল্ট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...