নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ বিশ্বকাপের পরই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ত্ব ছেড়েছেন বাবর আজম। তাই এই সিরিজ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে শাহীন শাহ আফ্রিদির।
তবে নতুন অধিনায়কের অধীনে হঠাতই প্রশ্ন উঠেছে, টি-টোয়েন্টির এ নতুন যাত্রায় কি আগের মতো ওপেনিংয়ে দেখা মিলবে বাবর-রিজওয়ান জুটিকে? কারণ ১৭ সদস্যের এই দলে বাবর, রিজওয়ান ছাড়াও রয়েছেন আরো দুই ওপেনার। সাইম আইয়ুবের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন শাহিবজাদা ফারহান।
তরুণ ক্রিকেটারদের এমন অন্তর্ভূক্তিতে যে পাকিস্তানের ওপেনিংয়ে যে একটা রদবদল আসতে পারে সেই ইঙ্গিতও দিয়েছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। এ প্রসঙ্গে দল ঘোষণার পর তিনি বলেন, ‘সামনে এগোতে হলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে। আমাদের কাজ টিম ডিরেক্টর আর পরিচালককে সেই বার্তাটা পৌঁছে দেওয়া৷ শাহিবজাদা যেহেতু ওপেনার, তাই আমাদের সঠিক কম্বিনেশন এখনই খুঁজে নিতে হবে।’
ওয়াহাব রিয়াজ তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া নিয়ে আরো যুক্ত করে বলেন,’ হাসিবুল্লাহ পিএসএলে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছে। ও মিডল অর্ডারে ব্যাট করে। তবে ওপেনিংয়েও ব্যাটিং করার অভিজ্ঞতা আছে তাঁর। আমাদের এখনই যোগ্য বিকল্প তৈরি করতে হবপ। এই মুহূর্তে আমরা মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারের জন্য তরুণদের তৈরি করতে চাই।’
আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
- পাকিস্তান স্কোয়াড-
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ ও জামান খান।