তাসকিন ইস্যুতে শিথিল হবে বিসিবি?

এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প।

ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নতুন মুখ। যদিও, দুবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। ফলে, তাসকিন আহমেদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই।

সেই তাসকিনের ডাক এসেছেন এবার লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে। ডাম্বুলা অরা দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তাসকিন। তবে, এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এই মুহূর্তে জিম আফ্রো টি-টেনে খেলছেন তাসকিন। এবারই প্রথমবারের মত ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা মিলছে তাঁর। আর এখানে পারফরম্যান্সও ভাল তাসকিনের।

এর আগে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস আগ্রহী ছিল তাসকিনের ব্যাপারে। তবে, জাতীয় দলের খেলা থাকায় যেতে পারেননি তাসকিন। পিএসএলের মুলতান সুলতান কিংবা কাউন্টি ক্রিকেটের ইয়র্কশায়ার চেয়েছিল তাঁকে।

কিন্তু, কোনোবারই বিসিবির এনওসি পাননি তাসকিন। এবার খেলা না থাকলেও এনওসি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে। ক্যাম্প হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আর এখানে তাসকিনের থাকাটাকে জরুরিই মনে করার কথা টিম ম্যানেজমেন্টের।

যদিও, এশিয়া কাপের একটা বড় অংশ এবার হবে শ্রীলঙ্কায়। ফলে, আগে থেকেই শ্রীলঙ্কায় থাকলে সেটা তাসকিনের জন্য বাড়তি পাওয়া। ফলে, এক্ষেত্রে শিথিলতা দেখাতেও পারে বিসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...