করোনা বিপর্যয়ে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলো ক্রিকেট। সব বাঁধা উপেক্ষা করে সাকিব তামিমরা মাঠে ফিরলেও এখনো মাঠে ফেরার সুযোগ পাননি দেশের নারী ক্রিকেটাররা। চলতি বছর শুরুর দিকে সিলেটে অনুশীলন শুরু করার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে রুমানা সালমারা। তবে, মেয়েদের ক্রিকেট যখন ফিরছে – তখন কোচ নিয়োগের ব্যাপারে কোনো সূরাহা এখনও করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক অপেক্ষার প্রহর খুব দ্রুতই শেষ হচ্ছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো সালমা জাহানারারা।
তবে, অনেক দিন হলোই মেয়েদের ব্যাটিং কোচের আসনটি শূন্য। চূড়ান্তভাবে এখনো কোচ নিয়োগ দেয়নি বিসিবি। সর্বশেষ সিলেটে অনুষ্ঠিত ক্যাম্পে সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা।
জানুয়ারিতে মেয়েদের বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। তবে জানুয়ারিতে মেয়েদের কোচ নিয়োগ দেয়নি বিসিবি। ইংলিশ নারী দলকে বিশ্বকাপ জেতানো মার্ক রবিনসন আসতে যাচ্ছেন – এমন গুঞ্জনও ছিল। তবে পারিবারিক কারণে তিনি বিসিবির সাথে চুক্তিতে যাননি।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কোচ নিয়োগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিউল আলম চৌধুরী নাদেল খেলা ৭১ কে বলেন, ‘কোচ নিয়োগ দেওয়া নিয়ে কোন অগ্রগতি নেই। সিরিজের আগে কোচ নিয়োগ দেওয়া হবে না।’
দক্ষিণ আফ্রিকা সিরিজে নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলামকে দিয়ে কাজ চালিয়ে নিতে চায় বিসিবি। আর তাঁকে সাহায্য করবে গেম ডেভলপমেন্ট বিভাগের কয়েকজন।
নাদেল বলেন, ‘আপাদত মঞ্জুরুল ইসলাম আছে। সে আমাদের সাবেক ক্রিকেটার ও বর্তমান নারী দলের নির্বাচকের দায়িত্ব পালন করছে। গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে কয়েক জন যোগ দেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে পুরুষদের অনুশীলনের পাশাপাশি বিসিবি সুযোগ করে দিয়েছিলো দুটি ঘরোয়া টুর্নামেন্ট খেলার। প্রথমে ওয়ানডে ফরম্যাটে প্রেসিডেন্টস কাপ ও পরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলেছে মাহমুদউল্লাহ সাকিবরা। তবে শফিউল ইসলাম চৌধুরী নাদেল জানিয়েছেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে এরকম টুর্নামেন্ট আয়োজন করা হবে না।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জুন মাসে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। এরপরই স্থগিত হয়ে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে বাছাই পর্বের স্থগিত হওয়া ম্যাচ গুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেয়ে ক্রিকেটারদের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। এর আগে ক্রিকেটারদের শারীরিক ও মানষিক ভাবে চাঙ্গা করতে ৩ জানুয়ারি থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিলো বিসিবি। ক্যাম্পে অংশ নিয়েছিলো ২৮ জন ক্রিকেটার।
জানিয়ে রাখা ভাল, সর্বশেষ নারী দলের দায়িত্বপ্রাপ্ত কোচ ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার আঞ্জু জৈন। তবে, গেল বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।