রহিমপুর থেকে অস্ট্রেলিয়া

১৯৯৭ সালে তানভির সংঘার বাবা জোগা সংঘা পাঞ্জাবের সাংঘাইয়ান অঞ্চল থেকে পাড়ি জমান অস্ট্রেলিয়ার উদ্দেশ্য। পেশায় জোগা সংঘা ছিলেন একজন ট্যাক্সি চালক। তাঁর মা ছিলেন একজন হিসাবরক্ষক। ছোট বেলা থেকেই তানভির স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবার।

ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো পেসার হবেন।

স্বপ্ন বাস্তবে রুপ দিতে চেষ্টা করলেও বলে গতি না থাকায় ব্যর্থ হলেন। তবে থেমে যাননি তিনি। কোচের পরামর্শে হলে স্পিনার! আর সেখান থেকেই নিজের ঘূর্ণির ভেলকি দেখিয়ে যায়গা করে নিলেন জাতীয় দলের স্কোয়াডে। গুরিন্দর সান্ধুর পর দ্বিতীয় ভারতীয় বংশদ্ভূত ক্রিকেটার হিসেবে খেলবেন অস্ট্রেলিয়া দলে। কষ্ট আর পরিশ্রমকে পুঁজি করে অপেক্ষায় আছেন সাদা পোশাকে অজিদের হয়ে অভিষেকের অপেক্ষায়।

সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন লেগ স্পিনার তানভির সংঘার। যার গল্পটা রূপকথার চেয়ে কম নয়।

জন্ম ২৬ নভেম্বর ২০০১ সালের সিডনিতে। সিডনিতে জন্মগ্রহণ করলেও তাঁর বংশ ভারতীয় হওয়ায় নাম রাখা হয় তানভির সংঘা। ১৯৯৭ সালে তানভীর সংঘার বাবা জোগা সংঘা পাঞ্জাবের সাংঘাইয়ান অঞ্চল থেকে পাড়ি জমান অস্ট্রেলিয়ার উদ্দেশ্য। পেশায় জোগা সংঘা ছিলেন একজন ট্যাক্সি চালক। তাঁর মা ছিলেন একজন হিসাবরক্ষক। ছোট বেলা থেকেই তানভীর স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবার। সেই প্রচেষ্টায় তাঁর বাবা তাকে ভর্তি করান সিডনির ইস্ট হিল বয়েজ স্কুলে।

ধীরে ধীরে নিজের প্রতিভা দেখিয়ে সুযোগ পেয়ে যান বয়সভিত্তিক দলে। বয়সভিত্তিক দলগুলোতে নিজেকে উজাড় করে প্রমাণ করেন তানভীর৷ মাত্র ১৬ বছর বয়সেই সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়ার আহমেদের নজরে আসেন তিনি! অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে গেলে মেলবোর্নে তানভীরকে দেখেন ফাওয়াদ। ফাওয়াদ আহমেদের হাত ধরেই নিজেকে নিয়ে আরো কাজ করেন তানভীর।

অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাক গায়ে পাঁচটি টেস্ট খেলেছেন ফাওয়াদ। ২০১৫ সালের অ্যাশেজেও লেগ স্পিনার ফাওয়াদ ছিলেন অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে। তার মতো মেন্টরের হাত ধরেই তানভির সংঘা ক্যারিয়ারের বড় অর্জন টেস্ট অভিষেকের দিন গুনছেন।

গেলো বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া দলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তানভীর ছিলেন সবার উপরে। এরপর স্বপ্নের মতো সুযোগ পেয়ে গেলেন বিগ ব্যাশে। সিডনি থান্ডার্সের হয়ে সুযোগ পেলেন বিগ ব্যাশ খেলার। নিজের অভিষেক বিগ ব্যাশ টুর্নামেন্টেই তিনি ২১ উইকেট শিকার করেছেন যা কিনা পুরো টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ।

বিগ ব্যাশে দল পাবার আগ থেকেই ছিলেন আলোচনায়! তারপর টুর্নামেন্ট জুড়ে নজরকাড়া পার্ফরমেন্সে মন ছুঁয়েছে সাবেক অজি গ্রেটদেরও। জাতীয় দলের স্বপ্ন তখনো কল্পনা পর্যন্তই, এরই মধ্যে ডাক পেলেন আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে। জর্জ বেইলি, শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা মনে করেন জাতীর দলের হয়ে ভালো খেলার সামর্থ্য রয়েছে তার। ইতিমধ্যেই তানভীর অনেক গ্রেট ক্রিকেটারদের কাছ থেকে পেয়েছেন প্রশংসার বাণী।

অনেকেই মনে করেন ডেভিড ওয়ার্নারের পর তিনিই প্রথম টেস্ট ক্রিকেটার হবেন যিনি এখনো পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি। ১৮৭৭ সাল থেকে এখন পর্যন্ত ডেভিড ওয়ার্নার একমাত্র অজি ক্রিকেটার যিনি কোনো প্রথম শ্রেনীর ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে খেলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ডের মাটিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন অল্প দিনের নিজের লেগ স্পিন ভেলকিতে দ্যুতি ছড়ানো তানভির সাংঘা। ১৯ বছর বয়সেই হয়তো নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিবেন এই লেগ স্পিনার।

যে স্কুলে সাবেক অজি গ্রেট স্টিভ ওয়াহ, মাইক ওয়াহ একসময় পড়েছেন সেই সিডনির ইস্ট বয়েজ স্কুল থেকে উঠে আসা তানভীর সংঘা হয়তো নিজের প্রতিভা আর সামর্থ্যের সবটুকু দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে নিজেকে দেখতে চাইবেন অনন্য উচ্চতায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...