যুব বিশ্বকাপে ভাল সময় কাটিয়েছিলেন ইকবাল হোসেন ইমন, আরো ভাল কিছু করার স্বপ্ন তাই ডালপালা মেলেছিল। তবে শুরুতেই হোঁচট খেলেন তিনি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অভিষেক ম্যাচে গড়লেন লজ্জার এক রেকর্ড। ‘লিস্ট এ’ ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রান খরচের অনাকাঙ্ক্ষিত কীর্তি এখন তাঁর দখলে।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই আসরে বল হাতে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণের মত খ্যাতি না পেলেও নিজের কাজটা ঠিকঠাক করেছিলেন। সেজন্য ডিপিএলে প্রমাণের সুযোগ দেয়া হয়েছিল তাঁকে।
গাজী টায়ার্স একাডেমির হয়ে খেলেছিলেন এই ডানহাতি। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল দলটি। তাঁদের বিপক্ষে ৯ ওভারে ১০৪ খরচ করেছেন তিনি। বাংলাদেশী কোনো বোলার লিস্ট এ ক্রিকেট ইতিহাসে কখনো এত রান হজম করেননি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এতদিন খরুচে বোলিংয়ের এই রেকর্ড ছিল শাহাদাত হোসেন রাজীবের। তেরো বছর আগে বাংলাদেশ এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন এই পেসার। লম্বা সময় এই রেকর্ড অখ্যাত থাকলেও এবার এক ওভার কম বোলিং করে শাহাদাতকে স্পর্শ করেছেন ইমন।
পঞ্চাশ ওভারের সংস্করণে সর্বোচ্চ রান খরচের কীর্তি অবশ্য নেদারল্যান্ডসের পেসার বাস ডি লিডের দখলে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার হাত ঘুরিয়ে ১১৫ রান দিয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে বড়সড় একটা ধাক্কা খেলেন ইকবাল হোসেন ইমন। তবে এই দিনের কথা ভুলে সামনে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কোচ, সতীর্থদের ভরসা পেলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন তিনি; হয়তো ভবিষ্যতে অনেক ভাল করবেন, সেই সম্ভাবনা তাঁর মাঝে আছে।