ঝড় শেষে জাকির হাসানের স্বার্থপরতা

শেষ অবধি ৪৬ বলে ৭৫ রান করেন জাকির। যদিও, শেষের দিকে অনেকটা স্বার্থপরের মত ব্যাট করেছেন। পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। চাইলেই আরও ১৫-২০ রান যোগ করা যেত।

ছন্দ হারিয়ে ফেলেছিলেন। রান প্রসবা টেস্ট ফরম্যাটেও আসছিল না রান। প্রমাণের মঞ্চ হিসেবে জাকির হাসান বেছে নিলেন বিপিএলকে। সিলেটের মাটিতে ‘ঘরের ছেলে’ করলেন ব্যাক টু ব্যাক ফিফটি। গত ম্যাচে ঝড়ো ইনিংসের দলকে প্রথম জয়ের স্বাদ দেওয়া, জাকির হোসেন এদিন তাণ্ডব চালালেন ২২ গজে। ৫ ছক্কা আর এক চারে তুলে নিয়েছেন নিজের সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) অর্ধ-শতক।

সিলেটের ধীর গতির ইনিংসকে চাঙ্গা করে তুলেন জাকির। শুরুটা করেন মোহাম্মদ নাওয়াজকে লং-অন দিয়ে ছক্কা মেরে। এরপরে নাসুম আহমেদের উপরে চড়াও হন তিনি। টানা দুই বলে হাঁকান দুই বিশাল ছক্কা। লং অফ আর ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলা দুইটি শট দর্শকের চোখের চোখের তৃষ্ণা মেটাবে অবশ্যই।

একই কায়দায় এরপর ছড়ি ঘুরিয়েছেন তিনি খুলনা টাইগার্সের অধিনায়কের উপরেও। মেহেদী হাসান মিরাজেকে টানা দুই বলে ডিপ মিড উইকেট আর ডিপ এক্সটা কাভার দিয়ে হাঁকিয়েছেন এক ছক্কা আর এক চার।

পাত্তা দেননি বর্ষীয়ান পেসার জিয়াউর রহমানকেও। লেগ স্ট্যাম্পের বাইরের বলটা ডিপ স্কোয়ার লেগে ছক্কা মেরে তুলে নিয়েছেন ঝড়ো ফিফটি। সেখানেও থামেননি জাকের। তার তাণ্ডবেই বাজে শুরুর পরেও বড় সংগ্রহ গড়তে পেরেছে সিলেট সিক্সার্স।

শেষ অবধি ৪৬ বলে ৭৫ রান করেন জাকির। যদিও, শেষের দিকে অনেকটা স্বার্থপরের মত ব্যাট করেছেন। পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। চাইলেই আরও ১৫-২০ রান যোগ করা যেত।

Share via
Copy link