স্পিনারদের ‘রহস্য’ ভাঙবে আইপিএলের নিলামঘরে

স্পিনাররা আইপিএলের মাঝের ওভারগুলোতে রান কমিয়ে এবং ভেলকি দিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন। তাই প্রতিবারের মত এ আসরেও তাদের দিকে নজর থাকবে সব দলের।

টি-টোয়েন্টিতে বরাবরই রহস্য স্পিনারদের কদর বেশি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে রানের চাকা থামাতে তাঁদের জুড়ি নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাই। আসরটির সূচনালগ্ন থেকেই নিলামঘরে রহস্য স্পিনাররা কদর পেয়ে আসছেন।

আসন্ন আসরেও এর ব্যতিক্রম হবে না। মেগা অকশনে নিলামের হিসাব নিকাশ পাল্টে ফেলতে পারেন বেশ ক’জন স্পিনার। তাদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

        * হারপ্রিত ব্রার (ভারত)

হারপ্রিত ব্রার ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল বাঁ-হাতি স্পিনার। ২০১৯ সালে আইপিএলে পাঞ্জাব কিংসে যোগ দিলেও প্রথমে বেশি সুযোগ পাননি। তবে, এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ব্যাটসম্যানদের আউট করে ক্রিকেট বিশ্বে নজর কাড়েন।

আইপিএলে ৪১ ম্যাচে ২৫ টি উইকেট নিয়েছেন তিনি,  ইকোনমি রেট ৭.৯১। ২৯ বছর বয়সী এই স্পিনার রান আটকানোর পাশাপাশি ব্যাট হাতে মূল্যবান ইনিংসও খেলতে পারেন। তাই, মেগা-অকশনে তার দিকে নজর থাকবে অনেক দলের।

             * মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা)

২০২১ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ২০২২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে বেশ ভালো পারফর্মার করেছেন মাহিশ থিকসানা।

২৭ টি ম্যাচে ২৫ টি উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেট ৭.৬৬। নতুন বল এবং ব্যাক এন্ড বোলিংয়ের দক্ষতা তাঁকে অনন্য করে তুলেছে। তার  সাম্প্রতিক পারফরম্যান্সও যথেষ্ট উজ্জ্বল, ফলে নিলামে ঝড় তোলার আভাস দিয়ে রাখছেন তিনি।

          * ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

ওয়ানিন্দু হাসারাঙ্গা এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর লেগ স্পিনার।  ২০২২ সালের মেগা অকশনে চড়া দামে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন। প্রথম মৌসুমে ১৬ ম্যাচে ২৬ উইকেট নেন।

সেই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।  তবে দ্বিতীয় মৌসুমে চোটের কারণে খেলাই হয়নি তেমন। তবুও, সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে আকর্ষণীয় করে তুলছে।

         * ওয়াশিংটন সুন্দর (ভারত)

চলতি বছরের পারফরম্যান্সে ওয়াশিংটন সুন্দরের দাম আকাশচুম্বী হয়ে গেছে। ভারতীয় টেস্ট দলে ফিরে পুরো সিরিজে নাকানি চুবানি খাইয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটারদের।

আইপিএলে ৬০ ম্যাচে ৭.৫৪ ইকোনমিতে ৩৭ টি উইকেট নিয়েছেন। তবে, তার অলরাউন্ড পারফরম্যান্স আইপিএলের নিলামঘরে তাঁকে আকর্ষণীয় করে তুলতে পারে।

         * যুজভেন্দ্র চাহাল (ভারত)

যুজভেন্দ্র চাহাল, আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী স্পিনার। তিনি ১৬০ টি ম্যাচে ২২.৪৫ গড়ে  ২০৫ টি উইকেট নিয়েছেন। ২০২২ সালের আইপিএলেও ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন।

গত মৌসুমে ১৫ ম্যাচে ১৮ উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল বেশি, ৯.৪১! তবে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে বাধ্য।

Share via
Copy link