বাবর আজমের ব্যক্তিগত আলাপ ফাঁস!

পাকিস্তান ক্রিকেটের দু:সময় কাটছেই না। মাঠে বাজে পারফরম্যান্সের পাশাপাশি বাইরেও নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়েছে ক্রিকেটার এবং ম্যানেজম্যান্ট। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান বাবর আজমের মেসেজ, কলের জবাব দিচ্ছেন না এমন গুঞ্জন সৃষ্টি হয়েছিল; এমনকি সাবেক তারকা রশিদ লতিফও এই ব্যাপারে আঙুল তুলে ছিলেন জাকা আশরাফের দিকে।

আর এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ভুল করে বসেন পিসিবি প্রধান। অধিনায়ক বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট জনসম্মুখে প্রকাশ করে ফেলেন তিনি। আর তাতেই বিতর্কের নতুন ঝড় সৃষ্টি হয়েছে তাঁকে ঘিরে।

স্থানীয় একটি টিভি চ্যানেলের সাথে আলোচনার সময় এই ক্রিকেট কর্তা বলেন, ‘সে [লতিফ] বলে যে আমি নাকি বাবরের কল ধরি না। অথচ সে আমাকে কখনো কল করেনি। দলের অধিনায়কের তো আগে ডিরেক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেট বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলার কথা।’

কিন্তু এসব বলেই থামেননি জাকা আশরাফ। সাংবাদিকের সঙ্গে পাক তারকার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করে নিজের দাবিকে প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন তিনি; সেসময় একটি লাইভ টিভি প্রোগ্রামে বাবর এবং পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের মধ্যকার কথোপকথনের স্ক্রিনশট দেখান।

সেখানে দেখা যায় সালমান নাসির এই ডানহাতিকে জিজ্ঞেস করেছিল যে, ‘টিভি, সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে তুমি নাকি চেয়ারম্যানকে কল দিয়েছো, কিন্তু তিনি ধরেননি। আসলেই কি তুমি তাঁকে কল দিয়েছো এই মধ্যে?’ অন্য প্রান্ত থেকে উত্তর ভেসে এসেছিল, ‘সালাম সালমান ভাই, আমি স্যারকে কোন কল দেইনি।’

এটি ভাইরাল হতেই নতুন প্রশ্ন উঠেছে; ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার আগে বাবর আজমের সম্মতি নিয়েছিল পিসিবি? সাবেক অধিনায়ক আজহার আলীও একই প্রশ্ন তুলেছেন; ব্যক্তিগত মেসেজ সবার সামনে দেখানোর আগে বাবরকে জানানো হয়েছিল কি না সেটি জিজ্ঞেস করেছিলেন তিনি।

আলোচিত এই অনুষ্ঠানের সাংবাদিক ওয়াসিম বাদানি অবশ্য দুঃখ প্রকাশ করেছেন এসব ক্ষুদে বার্তা সম্প্রচার করার জন্য। তিনি বলেন, ‘চেয়ারম্যান স্যার এগুলো সম্প্রচার করতে অনুমতি দিয়েছিল, আমরাও তখন খুব একটা না ভেবে করে ফেলেছি। কিন্তু এমনটা করা একদমই উচিত হয়নি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link