আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের শুরুটা হবে পার্থ স্টেডিয়ামে, আর এটি অস্ট্রেলিয়ার অন্যতম বাউন্সি মাঠ। কিন্তু বাউন্সি পিচে খেলার আগে পাকিস্তান ঠিকঠাক প্রস্তুতিই নিতে পারলো না, কেননা গা গরমের ম্যাচে তাঁদের খেলতে হয়েছে স্লো পিচে।
এই বিষয় নিয়ে তাই ক্ষুব্ধ দলটির টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। অজিদের এমন পরিকল্পনায় একইসাথে বিস্মিত এবং হতাশ হয়েছেন তিনি। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সত্যি কথা বলতে আমরা দল হিসাবে বেশিরভাগ উদ্দেশ্য পূরণ করতে পেরেছি। কিন্তু ক্যানবেরার অনুশীলন ম্যাচের জন্য আমরা যে পিচ পেয়েছি তাতে সত্যিই অবাক এবং হতাশ। এটি ছিল সবচেয়ে ধীরগতির পিচ।’
তবে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাফিজ, আপাতত তাঁর প্রত্যাশা রোমাঞ্চকর একটা সিরিজের। তিনি বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে খুবই খুশি। এবং আমাদের সামনে যে উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ আসছে তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা এখানে অস্ট্রেলিয়াকে হারাতে এসেছি, প্রতিদ্বন্দ্বিতা করতে নয়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে পিচের ব্যাপারে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে এই অলরাউন্ডার বলেন, ‘সবাই এটা জানে। বারবার একই কথা পুনরাবৃত্তি করার কোন মানে নেই। সত্যিই খুব হতাশ হয়েছি কারণ আমরা এই ধরনের আয়োজন আশা করিনি, এটা তাদের কৌশল হতে পারে।’
অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য কোন রাখ ঢাক ছাড়াই প্রকাশ করেছেন নিজেদের পরিকল্পনা। তিনি বলেন, ‘তারা তাঁদের প্রস্তুতি স্লো পিচে (ক্যানবেরা) নিয়েছে – তাই আশা করি আমরা একটি বাউন্সি পিচে তাঁদের পরীক্ষা নিতে পারব। কোন সন্দেহ নেই, এটি হোম অ্যাডভ্যান্টেজ।’
এই হোম অ্যাডভ্যান্টেজ কাজে লাগিয়ে প্যাট কামিন্সের দল কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার বিষয়। নতুন শুরুর অপেক্ষায় থাকা পাকিস্তান নাকি আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া কারা জিতবে এই সিরিজ সেই উত্তরের খোঁজে আছে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।