ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্রোতে, অর্থ প্রতিপত্তির জোয়ারে, শূন্য থেকে শিখরে ওঠার গল্প এখন শোনা যায় হরহামেশাই। তবে এবার এক ছবি বিভ্রাটেই কোটিপতি থেকে মুহূর্তের মধ্যে শূন্য বনে গিয়েছেন ঝাড়খণ্ডের অলরাউন্ডার সুমিত কুমার। দিল্লী ক্যাপিটালসে ‘সুযোগ’ পেয়েও আসন্ন আইপিএল খেলা হচ্ছে না তাঁর।
২০২৪ আইপিএলে নিলামে সুমিত কুমারকে কিনেছিল দিল্লী ক্যাপিটাল। ২০ লক্ষ রুপির ভিত্তিমূল্য গড়িয়েছিল এক কোটি রুপিতে। আর তাতে আইপিএলে প্রথম বার দল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান ঝাড়খণ্ডের সুমিত। দিল্লী ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকেও তাঁকে স্বাগত জানানো হয়। এমতাবস্থায় সুমিতের পরিবারে শুরু হয়েছিল রীতিমত উৎসব।
কিন্তু পরক্ষণে জানা গেল ভিন্ন কথা। দিল্লী কিনতে চেয়েছিল হরিয়ানার অলরাউন্ডার সুমিত কুমারকে। কিন্তু নিলামের সময় সেখানে ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমারের ছবি দেখানো হয়। দিল্লীও সেই হিসেবে হরিয়ানার সুমিত ভেবে ঝাড়খণ্ডের সুমিতকেই কিনে নেয়। আর এখানেই ঘটে বিপত্তি। আইপিএলের এই এক ভুলে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয় সুমিতের পরিবার।
ঝাড়খণ্ডে সুযোগ সুবিধা কম থাকায় নাগাল্যান্ডে চলে যান সুমিত। ধোনিকে আদর্শ মেনে এগিয়ে গিয়েছেন। উইকেটকিপার-ব্যাটার ধোনিকেই আদর্শ করে এগিয়েছেন। সেই ধারাবাহিকতায় আইপিএল নিলাম তাঁকে কোটিপতিও বানিয়ে দিয়েছিল। ২০ লাখ থেকে তাঁর দর ওঠে ১ কোটি রুপি। এমন মুহূর্তে আনন্দে কেঁদে ফেলেছিলেন সুমিতের মা।
কিন্তু কিছুক্ষণ পরেই সব বদলে যায়। আনন্দ-হাসির পরিবর্তে সুমিত কুমারের মায়ের চোখ দিয়ে নেমে আসে জলের ধারা। নিমেষের মধ্যে আনন্দ বদলে যায় বিষাদে। দিল্লি ক্যাপিটালস শিবিরে গেলেন হরিয়ানার সুমিত কুমার। আর ঝাড়খণ্ডের সুমিত কুমার থেকে গেলেন নাগাল্যান্ডেই। এমন বিব্রতকর পরিস্থিতিতে নিশ্চিতভাবেই কখনো পড়তে চাননি তিনি।
আইপিএলে এমন ভুল অবশ্য এটাই ‘একমাত্র’ নয়। পাঞ্জাব কিংস শশাংক সিংকে নিয়েও একই রকম ভুল করে। ১৯ বছরের শশাংক সিংকে কিনতে গিয়ে তারা কিনে ফেলে ৩২ বছরের শশাংক সিংকে। নামবিভ্রাটের মতো এবার ছবি বিভ্রাটে বিক্রি হয়েও শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারছেন না সুমিত কুমার। সুমিত খেলবেন। তবে দিল্লীর হয়ে খেলবেন হরিয়ানার সুমিত, ঝড়খণ্ডের নয়।