নির্বাচনের মাঠেও সাকিব-মাশরাফি প্রভাব

বাইশ গজে গত প্রায় দেড় যুগ ধরে প্রতাপ ছড়ানো সাকিব এবার আলো ছড়াচ্ছেন রাজনীতির ময়দানেও। সাকিবের হাত ধরেই গোটা বাংলাদেশের চোখ যেন এবারের জাতীয় নির্বাচনে। যেখানে কেন্দ্রীয় চরিত্রেও থাকছেন সেই সাকিবই।

বাংলাদেশ ক্রিকেট সাকিব একজন নন্দিত-নিন্দিত তারকা, এটা সবাই এক বাক্যে মানেন। তবে এই অনুপাতটা মোটেই ‘নিন্দিত’-এর ওজনে ভারী নয়। বরং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় তারকা তিনি। ক্রিকেটকে ছাপিয়ে গোটা ‘বাংলাদেশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। গোটা বিশ্বের সিংহভাগ বাংলাদেশকে চেনে সাকিবের কল্যাণেই।

খুব স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের যে কোনো অঙ্গনেই সাকিবের প্রভাব বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাইশ গজে গত প্রায় দেড় যুগ ধরে প্রতাপ ছড়ানো সাকিব এবার আলো ছড়াচ্ছেন রাজনীতির ময়দানেও। সাকিবের হাত ধরেই গোটা বাংলাদেশের চোখ যেন এবারের জাতীয় নির্বাচনে। যেখানে কেন্দ্রীয় চরিত্রেও থাকছেন সেই সাকিবই। আর সাকিবের সংস্পর্শে তাঁর নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনও থাকছে সবার আগ্রহের একাংশে।

এমনিতে ক্রিকেটের বাইরে সাকিবকে তাঁর নিজ জন্মস্থান মাগুরায় দেখা মেলে বেশ কম। তবে এবারের চিত্রটা বেশ আলাদা। সাকিব সেখানে থাকছেন, জনসম্মুখে হাজির হচ্ছেন, বলতে গেলে মিশে যাচ্ছেন যে কোনো পেশার মানুষের সাথে। এমন সাকিবকে সামনে থেকে শেষ কবেই বা দেখেছে সবাই। সাকিবের ইতিবাচক প্রভাবটা ঠিক এই জায়গাতেই।

সাকিব যেমন বাইশ গজে নিজের উপস্থিতির একটা জানান দেন সব সময়ই, নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন একই ভাবে। সাকিবের এমন নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমও জড়ো হচ্ছে দুরন্ত গতিতে। নতুন ময়দানে সাকিবের এমন সরব উপস্থিতিকে রাজকীয় না বলে উপায় কই!

সাকিবের মতোই নজর কাড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। যদিও সাংসদ হিসেবে তিনি একটা মেয়াদ পারও করেছেন। আর তাতে মাশরাফিতে সন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে নড়াইলবাসীর। সাকিবের মতো মাশরাফি ছুটছেন তাঁর নির্বাচনী এলাকা নড়াইলের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কাছাকাছি মাশরাফিকে পাওয়ায় অনুমিতভাবেই লোক সমাগমও হয় অনেক। বোঝাই যাচ্ছে, মাঠের ময়দান কিংবা নির্বাচনী লড়াই, যে কোনো জায়গাতেই বাংলাদেশের হৃদয়ে বাস করেন এই ক্রিকেটাররা। অবশ্য সাকিব, মাশরাফির এই প্রভাব, কিংবা মানুষের ভালোবাসা তো তাঁরা নিজ অর্জনেই পেয়েছেন।

সাকিব, মাশরাফি- দুজনই বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধি। আগামী তাদের সামনে এখন নিজ জন্মস্থানের দায়িত্বও উঠতে যাচ্ছে। নিজেদের উপস্থিতি কিংবা আশ্বাসে যেভাবে তাঁরা দুজন এবারের নির্বাচনে ইতিবাচক প্রভাব বিস্তার করছেন, তা এক কথায় দুর্দান্ত। বলাই বাহুল্য, এবারে জাতীয় নির্বাচনের ইতিবাচক আবহের নেপথ্যে সাকিব, মাশরাফি প্রথম সারিতেই থাকবেন। তবে নিজ এলাকার ভাগ্যবদল যাত্রায় তাঁরা কোনো সারিতে থাকবেন, সেটা সময়ই বলে দিবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...