টাইগার যুবাদের হাতে নতুন ব্যাট তুলে দিলেন তামিম

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলাকালে বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্যাট কিনে দিতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু সে সময় দিতে পারেননি এ ওপেনার। তবে বিশ্বকাপের আগে এবার তাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুব দলের  সকল সদস্যের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম ইকবাল।

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলাকালে বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্যাট কিনে দিতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু সে সময় দিতে পারেননি এ ওপেনার। তবে বিশ্বকাপের আগে এবার তাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুব দলের  সকল সদস্যের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম ইকবাল।

যুব ক্রিকেটারদের হয়ে তামিমের সঙ্গে ব্যাটের জন্য যোগাযোগ করেছিলেন প্রধান নির্বাচক হান্নান সরকার। তবে তামিমের কাছে ৪টা ব্যাটই আবদার করেছিলেন এ নির্বাচক। কিন্তু ৪ টা ব্যাট নয়, বিসিবির সঙ্গে কথা বলে পুরো ১৫ জনের জন্যই ব্যাট কেনার ব্যবস্থা করে দিয়েছেন তামিম ইকবাল।

পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি ‘সিএ’-কে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার। ব্যক্তিগত কাজে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন তামিম।  সেখানেই সিএ-র থেকে ব্যাটগুলো বুঝে পেয়েছেন তিনি।

এ নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক গণমাধ্যমকে বলেন, ‘এশিয়া কাপ চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে ভালো ব্যাটের জন্য খেলোয়াড়রা বলেছিল। টাকা থাকলেও অনেক সময় ভালো ব্যাট আনা কঠিন হয়। তো তখন আমি তামিমকে বলেছিলাম, ফোন করছিলাম ব্যাটের জন্য। তাঁকে ৪ টা ব্যাটের কথা বলেছিলাম যে ৪ জন ব্যাটারকে গিফট করব। পরে ও পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে আমাকে ফোন করে পরের দিন বলে ৪টা ব্যাট কাকে না কাকে দিবেন ১৫ জনকে ১৫ টা ব্যাট দিবো। তো ১৫ জনকেই ব্যাট দেবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...