দুনিয়া জুড়ে অগণিত সমর্থকের ভালোবাসায় সিক্ত বিরাট কোহলি। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আবার মাঝে মধ্যে বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন বিশ্বকাপের ম্যাচ চলাকালীনই তাঁর স্পর্শ পেতে স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ছুটে এসেছিলেন এক সমর্থক।
বিশ্বকাপের পর আবার যখন দেশের মাটিতে মাঠে নামলেন দেখা মিলল সেই একই দৃশ্যের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফের মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত।
এ ম্যাচে ফিল্ডিং করার সময়েই ঘটে কাণ্ডটি।বিরাট মাঠের যেখানেই ফিল্ডিং করছিলেন, সেই দিকের গ্যালারি থেকে উঠে আসছিল ‘কোহলি’, ‘কোহলি’ স্লোগান। দীর্ঘ ৪৩০ দিন পর ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন বলে কথা। স্টেডিয়াম জুড়ে উন্মাদন থাকবেই। ব্যাপারটা নিজেও বিরাট উপভোগ করছিলেন।
তবে এর মধ্যেই এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। ঢুকেই বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। বিরাটকে জড়িয়েও ধরেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। এরপরেই সেই ভক্তকে স্থানীয় তুকোগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছে স্টেডিয়ামে ঢোকার টিকিট ছিল। কিন্তু তিনি কোনও ভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন।
এখন পর্যন্ত যতটুকু খবর তাতে, কোহলিকে ছোঁয়ার বড় খেসারতই দিতে হচ্ছে এ ভক্তকে। মধ্যপ্রদেশ পুলিশ থেকে জানানো হয়েছে, বিরাটের ভক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে প্রত্যাবর্তন নেহায়েৎই মন্দ হয়নি কোহলির। ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৭২ রান করেছিল।
এরপর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। যশস্বী জসওয়াল ৩৪ বলে ৬৮ রান করেন। আর ৩২ বলে ৬৩ রান করেন শিভাব দুবে। আর এ দুই ব্যাটারের কল্যাণেই ৬ উইকেটের সহজ জয় পায় টিম ইন্ডিয়া।