২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলেও সৌদ শাকিলকে মূলত বিবেচনা করা হয় টেস্ট স্পেশালিস্ট হিসেবে। লাল বলের ক্রিকেটে তাঁর ৬০.৪৪ গড় সেই ধারণাকে আরও পোক্ত করে। তবে টেস্টের পর ওয়ানডে আঙিনাতেও আস্তে আস্তে পরিণত হওয়ার দিকে ছুটছেন পাকিস্তানি এ ব্যাটার।
তবে ২৮ বছর বয়সী এ ক্রিকেটার খেলতে চান সব ফরম্যাটেই। টি-টোয়েন্টি ফরম্যাটেও দেখাতে চান নিজের সক্ষমতা। এ নিয়ে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার টি-টোয়েন্টি খেলারও ইচ্ছা আছে। তার জন্য আমার যা করা লাগে, সব আমি করব। এখন আমি নিজের ব্যাটিংটা আরও ভাল করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি, খুব শীঘ্রই আমি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলব।’
এ ছাড়া নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আগামীর ভাবনা জানিয়ে সৌদ শাকিল বলেন, ‘আমার কখনোই রেকর্ড ভাঙার লক্ষ্য থাকে। আমার ব্যাটিংয়ে পাকিস্তান কতটা লাভবান হবে, সে দিকেই ফোকাস থাকে সব সময়। আমার প্রস্তুতি কিংবা পরিকল্পনা খুবই সাধারণ থাকে। আর এটিই আমাকে চাপমুক্ত রাখতে সাহায্য করে। যে ব্যাটিং অর্ডারে আমি এখন খেলছি, এখান থেকেই আরও ভাল করার চেষ্টার দিকেই আমার মূল লক্ষ্য।’
২০২৩ সালটা দারুণ কাটিয়েছেন সৌদ শাকিল। গেল বছরে টেস্ট ফরম্যাটে দুই সেঞ্চুরিসহ একটি ডাবল সেঞ্চুরিতে রান করেছেন ৭৬.৭১ গড়ে। এ ছাড়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলেও সে আসরে দুটি অর্ধ-শতক হাঁকিয়েছিলেন এ ব্যাটার। সব মিলিয়ে দারুণ একটা বছর কাটানো সৌদ শাকি নিশ্চয়ই এ বছরই সেই ছন্দটা ধরে রাখতে চাইবেন।