সাকিব আল হাসান ব্যাটিং ভুলে গিয়েছেন, সাকিব আল হাসান বল চোখে দেখছেন না – সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে কত শত গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। নিন্দুকদের সমালোচনা দিন দিন বাড়ছেই, অথচ তাঁর এসবে থোড়াই কেয়ার। তিনি ব্যস্ত বাইশ গজে নতুন নতুন রেকর্ড সৃষ্টির কাজে।
এইতো সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে আরও একটা স্মরণীয় কীর্তি গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন সাকিব। সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ মেইডেন ওভার করেছেন এমন বোলারদের তালিকার শীর্ষে থাকা সুনীল নারাইনের সঙ্গে দূরত্ব কমিয়েছেন, সেই সাথে দুই নম্বরে নিজের অবস্থান সুসংহত করেছেন।
১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সিলেট শুরু থেকেই তালগোল পাকিয়ে বসেছিল। শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে জাকির, শান্তরা ফিরে যান প্রথমেই। ষষ্ঠ ওভারে বিশ্বসেরা অলরাউন্ডার আক্রমণে আসতেই আরও চাপে পড়ে যায় দলটি, একের পর এক ডট দিতে থাকেন স্ট্রাইকে থাকা মোহাম্মদ মিঠুন।
যদিও লাভ হয়নি, ওভারের শেষ বলে ঠিকই তাঁকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই স্পিনার। অর্থাৎ উইকেট মেইডেন দিয়ে বোলিংয়ের সূচনা করেছিলেন তিনি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিভিন্ন লিগ মিলিয়ে ৪২০টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন এই তারকা, আর এসব ম্যাচে মোট ২৬ ওভারে কোন রান দেননি। অন্যদিকে, তাঁর চেয়ে ৬৯ ম্যাচ বেশি খেলা নারাইনের মেইডেন ওভারের সংখ্যা ২৯টি। আশা করাই যায়, আরও কিছুদিন বাইশ গজে থাকলে এই রেকর্ড নিশ্চয়ই নিজের নামে করে নিবেন বাংলার পোস্টারবয়।
এই দুই স্পিনারের পিছনেই আছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। সব ধরনের টি-টোয়েন্টিতে মোট ২২বার মেইডেন ওভার করেছেন তিনি। তবে বয়স আর সাম্প্রতিক ফর্ম সুবিধাজনক না হওয়ায় এই পেসার নিকট ভবিষ্যতে তালিকার উপরের দিকে উপরে উঠবেন সেই প্রত্যাশা করা কিছুটা বাড়াবাড়ি।