কমলা টুপি অধরা যাদের

১৬টি আসর পেরিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কতশত জমকালো আয়োজন। ব্যাটারদের কল্যাণে রান উৎসব হয়েছে প্রায় প্রতি আসরে। তাইতো ব্যাটারদের স্বীকৃতি দিতেই আইপিএলে চালু হয়েছিল ‘অরেঞ্জ ক্যাপ’। প্রতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহককের মাথায় শোভা পায় কমলা রঙা সেই ক্যাপ।

আসর জুড়েই সে ক্যাপ অবশ্য বদল হতে থাকে। তবুও বেশ কিছু ব্যাটারের সৌভাগ্য হয়ে ওঠেনি সেই ক্যাপ মাথায় সবুজ ঘাসে দৌঁড়ানোর। তেমনই সব ব্যাটারদের নিয়েই থাকছে আজকের আয়োজন।

  • আম্বাতি রাইডু 

ছয় বার চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি রয়েছে আম্বাতি রাইডুর। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুরু করেছিলেন নিজের আইপিএল ক্যারিয়ার। শেষটায় ছিলেন চেন্নাই সুপার কিংসের ডেরায়। তবুও কোন আসরে তার কপালে জোটেনি কমলা ক্যাপ। অথচ দুই পরাশক্তির মিডল অর্ডারের মেরুদণ্ড হয়েই খেলে গেছেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে ৪০০০ এর বেশি রান করেছেন রাইডু। ২০৩ ম্যাচে ২৮.০৫ গড়ে রান করে গেছেন তিনি। স্ট্রাইকরেটও ছিল না নেহায়েত মন্দ। ১২৭.৫৪ স্ট্রাইকরেটে রান করেছেন রাইডু তার আইপিএল ক্যারিয়ার জুড়ে। তবে কখনোই সেই অরেঞ্জ ক্যাপ নিজের করে নিতে না পারার আক্ষেপ নিশ্চয়ই রয়েছে তার।

  • রোহিত শর্মা 

আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন পাঁচ বার। তাছাড়া ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলতেও তিনি বিশ্বজোরা প্রসিদ্ধ। দলকে একটা আগ্রাসী শুরু এনে দিতে তার জুড়ি মেলা ভার। তবুও আফসোস তিনি কখনোই জেতেননি ‘অরেঞ্জ ক্যাপ’।

৬০০০ এর বেশি রান এসেছে তার ব্যাট থেকে। ২৪৩ খানা আইপিএল ম্যাচ তিনি খেলে ফেলেছেন ইতোমধ্যেই। বর্তমানে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। যদিও এখনও তার সামনে সুযোগ রয়েছে সেই অরেঞ্জ ক্যাপটি নিজের করে নেওয়ার। আসন্ন আইপিএল মৌসুমেই নিশ্চয়ই সেই ব্যক্তিগত অর্জনের দিকেই চোখ থাকবে তার।

  • গৌতম গম্ভীর

দুই দফা অধিনায়কত্ব করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। এমনকি আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক ওপেনারও ছিলেন তিনি। তবুও শেষ অবধি সেই অরেঞ্জ ক্যাপ তার থেকে গেছে অধরা। দারুণ সব ইনিংস উপহার দিয়েও কখনোই হতে পারেননি সর্বোচ্চ রান সংগ্রাহক।

তবে আইপিএল ক্যারিয়ারে ৪২১৮ রান রয়েছে তার নামের পাশে। সেই সাথে রয়েছে ৩৬টা অর্ধ-শতক। তবে তিনি কখনোই আইপিএলের এক মৌসুমে ৬০০ রানের গণ্ডি পার করতে পারেননি। কলকাতার হয়ে এক মৌসুমে ৫৯০ করেছিলেন ১৭ ম্যাচে।

  • সুরেশ রাইনা 

‘মিস্টার আইপিএল’ খ্যাতি পেয়েছিলেন সুরেশ রাইনা। আইপিএলের মঞ্চের ধারাবাহিক পারফর্মার ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। তারও এক আক্ষেপ- তিনিও জিততে পারেননি ‘অরেঞ্জ ক্যাপ’।

৫৫০০ এর বেশি রান করেছেন রাইনা। ম্যাচ খেলেছেন ২০৫টি। সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন একবার। ফিফটি তো করেছেন ৩৯টি। সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে ছিলেন বটে। তবে জেতা আর হয়ে ওঠেনি শেষ অবধি।

  • শিখর ধাওয়ান

এই তালিকায় সম্ভবত সবচেয়ে বিস্ময় জাগানিয়া নাম শিখর ধাওয়ান। আইপিএল ক্যারিয়ারে তিনি রানের ধারায় ছিলেন প্রতিনিয়ত। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬৬০০ এর উপর রান করেছেন তিনি। তবুও ছোঁয়া হয়নি, কমলা রঙের সেই মর্যাদার ক্যাপ।

বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন ধাওয়ান। প্রায় প্রতিটা আসরেই নিদেনপক্ষে ৩০০ রান এসেছে তার ব্যাট থেকে। কোন কোন আসরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে। তবে শেষ অবধি আর এক নম্বর স্থান নিজের করে নিতে পারেননি তিনি। সে বিষয় নিশ্চয়ই আফসোসের জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link