বাংলাদেশের হয়ে কাটানো দু:সময় উড়িয়ে দিলেন মুস্তাফিজ। একের পর এক তুখোড় সব ডেলিভারি করলেন আর তাতেই কাবু ব্যাঙ্গালুরু। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই এমনি এক দৃশ্যের অবতারণা করলেন মুস্তাফিজুর রহমান।
নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রথম জয়ে বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। তাঁরা ৬ উইকেটের ব্যবধানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
ম্যাচ শুরুর আগে যদিও আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন চেন্নাইয়ের নতুন অধিয়ানায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে ম্যাচ শেষে পাল্টে যায় দৃশ্য। সবার নজর এখন এই কাটার মাস্টারের দিকে। ৪ ওভারে ৭.২৫ ইকোনমিতে মাত্র ২৯ রান দেন তিনি। যার মাঝে ১২ টি বলে কোনো রান নিতে ব্যর্থ হয় বেঙ্গলুরুর ব্যাটাররা। ১২০ ফ্যান্টাসি পয়েন্ট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়।
এখন পর্যন্ত মোট পাঁচটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল মাতান দ্যা ফিজ। শুরুটা হয় ২০১৬ সালে হায়দ্রাবাদ দিয়ে, তারপর মুম্বাই, রাজস্থান, দিল্লী এবং সবশেষে যোগ দেন চেন্নাইয়ে। চেন্নাইয়ের হয়ে শুরুটা করেছেন দুর্দান্তভাবে। বেশ কিছু মাইল ফলক স্পর্শের মাধ্যমে হলুদ জার্সিতে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন এই বাঁ-হাতি পেসার। ৪ উইকেট নিয়েছেন নিজের প্রথম ১০ বলেই। যা সত্যিই অসাধারণ।
গুড়িয়ে দেন ব্যাঙ্গালুরুর টপ অর্ডার। একে একে সাজঘরে ফিরিয়েছেন ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি আর ক্যামেরুন গ্রিনদের মত ব্যাটারদের। আইপিএলে প্রথম শিকার ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের আর পঞ্চাশতম শিকার ভারতের বিরাট কোহলি।
এই ম্যাচেই আইপিএলে প্রথমবারের মত চার উইকেট নিলেন তিনি। তাছাড়া স্বদেশী সাকিব আল হাসানের পর, বাংলাদেশি হিসেবে তিনিই আইপিএলে পঞ্চাশটি উইকেট নেন। এখন মুস্তাফিজের আইপিএল উইকেট সংখ্যা ৫১।
বেশ অনেক দিন যাবত তাঁর কাটারের ছিল না কোনো ধার। প্রায় হারিয়েই যাচ্ছিলেন সেই চিরচেনা দ্যা কাটার মাস্টার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেন মাত্র দুই উইকেট। পরে প্রথম দুই ম্যাচে বাদ পড়েন ওয়ানডে থেকেও। ঘরের মাটিতে হারিয়ে যাওয়া কাটার মাস্টার বিদেশের মাটিতে খুঁজে পেলেন নিজেকে।
তাই দেশের ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগে,মুস্তাফিজুর রহমান দেশের গর্ব নাকি আক্ষেপ ? দেশের জন্য নয় যে পারফম্যান্স, তার জন্য তো আক্ষেপটাই বেশি হওয়ার কথা সমর্থকদের!