চোট পেয়ে এবার ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। চোটের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না এই ওপেনার। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করতে গিয়ে চোট পান এই ওপেনার। এরপর থেকেই বিশ্রামে ছিলেন সাদমান ইসলাম। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে সুস্থ না হওয়ার জন্য স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
জৈব সুরক্ষা বায়ো বাবলও ত্যাগ করবেন সাদমান ইসলাম। হোটেল ছাড়লেও চোট পাওয়া সাদমান ইসলামকে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে রাখা হবে। বিসিবির মেডিকেল টিমই তাঁর অবস্থার ও উন্নতির পর্যবেক্ষণ করবে। চোট কাটিয়ে ওঠার আগ পর্যন্ত তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ শেষ দিনে অবিশ্বাস্য ভাবে হেরে গেলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে উজ্বল ছিলেন সাদমান ইসলাম। ধৈর্যের দিয়ে প্রথম ইনিংসে ১৫৪ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন সাদমান। যদিও আম্পায়ারের ভুল সিদ্বান্তে মাঠ ছাড়তে হয়েছিলো তাকে। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪২ বলে ৫ রান।
এটিই সাদমানের প্রথম চোট নয়। এর আগে ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাদমান ইসলাম। চোটের কারণে খেলতে পারেননি পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনার কারণে দীর্ঘ মাঠের বাইরে ছিলো ক্রিকেটাররা। চোট কাটিয়ে দীর্ঘ দিন পর ওয়েস্ট সিরিজের দলে ফিরে প্রথম টেস্ট খেলে আবার চোট পেয়ে দল ছাড়লেন এই ওপেনার।
শুধু সাদমান ইসলামই নয়। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসানও। সাকিবের পরিবর্তে স্কোয়াডে সৌম্য সরকারকে ডাকা হয়েছে। তবে সাদমানের পরিবর্তে কাউকে ডাকা হবে কিনা এটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।
প্রথম টেস্ট হেরে স্বাগতিকরা যখন দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাড়ানোর ছক আকঁছে সেখানে সাকিব ও সাদমানের চোট বড় ধাক্কা হয়েই এসেছে বাংলাদেশ শিবিরে।
আগামীকাল হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।