আইপিএলের পুরো মৌসুম পাবেন না সাকিবরা

আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবগুলো আন্তর্জাতিক দলের ক্রিকেটাররাই পুরোটা মৌসুম থাকার সুযোগ পাবেন। ব্যতিক্রম কেবল বাংলাদেশের ক্রিকেটাররা। জানিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কাল বৃহস্পতিবার হবে নিলাম, এর আগে বোর্ডের দেওয়া এক পরামর্শনামায় এই তথ্য জানা যায়।

এছাড়াও আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও আইপিএলের দুই দল চেন্নাই এবং দিল্লির প্রধান ক্রিকেটাররা প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার। কাগিসো রাবাদা, এনরিখ নরকে, ফাফ ডু প্লেসিস, লুঙ্গি এনদিদির মত ক্রিকেটাররা থাকবে কি না সেটা এখনো নিশ্চিত করা যায় নি। ধারণা করা যাচ্ছে এবারের আইপিএল এপ্রিলের ৯-১০ তারিখে শুরু হবে। আর এবারের আসর ৫০ দিন  দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা আছে।

মঙ্গলবার রাতে ফ্রাঞ্চাইজিগুলোকে দেয়া এক চিঠিতে বিসিসিআই জানায়, বাংলাদেশের যেকোনো ক্রিকেটারকে নিলামে কেনা হলে তারা আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক সিরিজ হলে তারা দেশে ফিরে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ঘোষণা করেছে মে মাসে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে নিলামে আছেন চার জন ক্রিকেটার এবং শ্রীলঙ্কা থেকে আছেন নয় জন ক্রিকেটার। তাদেরকে কোনো দলই আগে থেকেই ধরে রাখে নি।

বিসিসিআই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পুরো মৌসুমেই খেলবে। যদিও অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চলছে। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবার কথা আছে ৩ এপ্রিল থেকে। আর ফাইনাল অনুষ্ঠির হবার আছে ১৫ থেকে ১৯ এপ্রিল। বিসিসিআই মেইলে জানায়, নিলামে কেনা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএলের শুরু থেকেই দলের সাথে যোগ দিতে পারবে।

আইপিএলে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা সম্পূর্ণ সময় থাকতে পারবেন। যদিও এই দুই দেশের মধ্যে জুনে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবার কথা আছে। বিসিসিআই আরো পরামর্শ দেয়, যদি ইংল্যান্ড দলের নির্বাচকরা নিউজিল্যান্ডের বিপক্কে প্রথম ম্যাচের জন্য এমন কোন ক্রিকেটারকে দলে নেয় তাদের দল নক আউট পর্বে পৌঁছে গেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। যাতে তারা প্রথম টেস্টে অংশ নিতে পারে।

এছাড়া বিসিসিআই ফ্রাঞ্চাইজিগুল্পোকে জানায়, ভারতীয় ছয় জন ক্রিকেটার আছেন যারা সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় আছেন। এর মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আরমান জাফর বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ। এছাড়াও সন্দেহজনক তালিকায় আছেন অপূর্ব ওয়াঙখেড়ে, সামিত প্যাটেল, লেটেস্ট প্যাটেল, জয় বিস্তা এবং আজিম কাজী। বিদেশি কোনো ক্রিকেটার সন্দেহভাজনের তালিকায় নেই।

সন্দেহভাজন তালিকায় যারা আছে তাদেরকে বোলিং করার অনুমতি দেয়া হবে যদি তারা আইপিএলের আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করতে পারে।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link