দশের দুয়ারে মিরাজ

এবার টেস্টেও উন্নতির ছোঁয়া লেগেছে মেহেদী হাসান মিরাজের। অলরাউন্ডার হিসেবে চলে এসেছেন সেরা দশের দুয়ারে। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ১১ নম্বরে আছেন মিরাজ।

ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে দারুন উন্নতি করেছেন। চার নম্বরে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে।

এবার টেস্টেও উন্নতির ছোঁয়া লেগেছে মেহেদী হাসান মিরাজের। অলরাউন্ডার হিসেবে চলে এসেছেন সেরা দশের দুয়ারে। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ১১ নম্বরে আছেন মিরাজ।

২১২ পয়েন্ট নিয়ে মিরাজ এখন ১১ নম্বরে। এটাই তার ক্যারিয়ারের সেরা রেটিং ও র‌্যাংকিং।  এই সিরিজ শুরুর আগে ১৭ নম্বরে ছিলেন মিরাজ। সিরিজ পুরো খেলতে না পারায় সাকিব আল হাসান স্থান বদলাতে পারেননি। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আছেন তিনি ৪ নম্বরে।

টেস্টে দলের ভরাডুবি হলেও উন্নতি ঘটেছে বাংলাদেশি আরও তিন খেলোয়াড়ের-তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলামের।

তামিম ইকবাল ঢাকা টেস্টে ৪৪ ও ৫৫ রানের দুটো ইনিংস খেলেছিলেন। ফলে ব্যাটিংয়ে ৩৭ নম্বর থেকে ৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে এসেছেন তিনি। ব্যাটিংয়ে বড় উন্নতি হয়েছে লিটন দাসের। তিনি ঢাকায় প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন। ১১ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে চলে এসেছেন তিনি।

তবে ব্যাটিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের। মুশফিক ২২ থেকে ২৩ নম্বরে চলে গেছেন। আর মুমিনুল ৩৩ থেকে ৩ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে চলে গেছেন।

বোলিংয়ে ভালো উন্নতি হয়েছে বাহাতি স্পিনার তাইজুল ইসলামের। তিনি ২৭ নম্বর থেকে ২২ নম্বরে চলে এসেছেন। ঢাকা টেস্টে ৮ উইকেট নেওয়ার এই স্বীকৃতি পেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েক জন খেলোয়াড় এই সিরিজে ভালো করেছেন। তার পুরষ্কার হিসেবে এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স ও জশুয়া ডা সিলভা এগিয়েছেন ব্যাটিংয়ে। এগিয়েছেন জোমেল ওয়ারিক্যান ও রাকিম কর্নওয়ালও।

ভারতের টেস্টেরও প্রভাব পড়েছে। চেন্নাইয়ে ১৬১ রানের ইনিংস খেলে রোহিত শর্মা ১৮ নম্বরে চলে এসেছেন। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে এসেছেন রিশভ পান্ত। আর সেঞ্চুরি করা রবিচন্দ্রন অশ্বিন ১৪ ধাপ এগিয়েছেন।

একই ম্যাচে খুব ভালো না করতে পারায় ৩ নম্বর জায়গাটা হারিয়েছেন জো রুট। ফলে আবার সেখানে ফিরে এসেছেন মার্নাস লাবুশেন। অশ্বিন অলরাউন্ডারদের তালিকায় ৫ নম্বরে চলে এসেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...