২০১৮ থেকে ২০২১, এই চার মৌসুম খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাঁরপর যোগ দেন গুজরাট টাইটান্সে। গুজরাটের হয়ে জেতেন শিরোপা, করেন বেশ কিছু রেকর্ড। এত কিছুর পরেও মন যেন কলকাতাতেই পড়ে আছে শুভমান গিলের।
চার মৌসুমে মোট কলকাতার হয়ে ৫৮ ম্যাচ খেলেন গিল। তবে ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে কলকাতা তাঁকে আর দিলে ভেড়ায়নি। বরং গুজরাট টাইটান্স ৮ কোটি রুপিতে শুভমান গিলকে নিজেদের করে নেয়। গুজরাটের প্রথম শিরোপার স্বাদ এনে দিতে গিল রাখেন বিশেষ ভূমিকা।
সেখানে তিনি মাত্র ১৭ টি ম্যাচে ৫৯.৩৩ গড়ে করেন ৮৯০ রান। যা আইপিএলের এক মৌসুমে করা ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান । ৯৭৩ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি। সেই মৌসুমে তিনটি শতক আর চারটি অর্ধ-শতক করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন গিল। আর অর্জন করেন অরেঞ্জ ক্যাপ।
সম্প্রতি ভারত সফরে আসেন ইংলিশ গায়ক এড শিরান। এসময় তিনি আড্ডা দেন ভারতীয় কৌতুক অভিনেতা তন্ময় ভাট আর ভারতের ব্যাটিং সেনসেশন শুভমান গিলের সাথে। ইন্টারনেটে ঘুরে বেড়ানো শিরানের একটি ভিডিওতে দেখা যায়, শিরান শাহরুখ খানের সাথে দেখা করতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
আর ঠিক তখনই তন্ময় বলে ওঠেন, শাহরুখ খানের দলে তো এক সময় গিল খেলতেন। শাহরুখের ক্রিকেট দল আছে জেনে শিরান বেশ অবাকই হন। তিনি জিজ্ঞেস করেন, ‘শাহরুখের দল আছে?’ এর উত্তরে মজার ছলে গিল বলেন, ‘ওনাকে জিজ্ঞেস করো তিনি কেন আমায় দলে রাখলেন না?’ আর গিলের এই কথা শুনে সবাই হেসে ওঠে।
আইপিএলের এবারের আসরে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্টস টেবিলের সাত নাম্বারে আছে গিলের দল গুজরাট টাইটান্স। তবে এতকিছুর পরেও বোঝাই যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্রতি এখনও টান রয়েছে শুভমান গিলের। কলকাতার জার্সি গায়ে দেয়ার ইচ্ছা এখনও জেগে আছে তাঁর মনে।