উসমান কাদিরকে কথা দিয়ে কথা রাখেনি শাহীন শাহ আফ্রিদি। উসমানের অভিযোগের তীর পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের দিকে। তবে অভিযোগ থেকে আড়ালেই রাখলেন সতীর্থ ও বন্ধু বাবর আজমকে।
কথা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে জায়গা মিলবে। সেই অনুযায়ী করেছিলেন ভালো পারফরম্যান্স। তবে দিনশেষে দলে পাওয়া যায়নি উসমান কাদিরের নাম। তাই তাঁর অভিযোগের তীর ছুড়লেন পাকিস্তানের দলের পরিচালক মোহাম্মদ হাফিজের দিকে।
একটি ইউটিউব চ্যানেলে কথা বলার সময় উসমান অভিযোগ করেন, পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ভালো পারফরম্যান্সের ফলে দলে জায়গা পাওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি সেই অনুযায়ী কাজও করেছিলেন। তবে ফলাফল হতাশাজনক।
এই বিষয়ে তিনি বলেন, ‘শাহীন আমাকে বলেছিল যদি আমি টি-টোয়েন্টিতে কয়েক ম্যাচ ভাল খেলতে পারি, তবে তাঁরা আমাকে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে দলে নিবে। আমি আল্লাহ্র সাহায্যে সেই অনুযায়ী ভাল পারফরম্যান্স করি। আমি এক ম্যাচে পাঁচ উইকেটসহ আট ম্যাচে মোট তেরো উইকেট নেই। তাই দলে জায়গা পাওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। তবে দু:খজনক হলেও সত্য, আমি তাঁদের থেকে কোনো ডাক পাইনি। তাঁরা আমাকে ছাড়াই দল ঘোষণা করেছে।’
এই বিষয়ে তিনি অভিযোগের আঙুল তুলেন মোহাম্মদ হাফিজের দিকে। তিনি বলেন, ‘আমি যখন এই বিষয়ে তাঁদেরকে জিজ্ঞেস করি, তখন তাঁরা জানায় হাফিজ ভাই চায়নি আমাকে দলে নেয়া হোক। তিনি দলের পরিচালক। তিনি না চাইলে, নির্বাচকরা আমাকে দলে ভেড়াতে পারে না।’
পাকিস্তানের এই লেগ স্পিনার তাঁর হতাশা প্রকাশ করে আরো বলেন, ‘যদি আপনার ব্যক্তিগত কোনো প্রস্তাব থাকে এবং যদি পারফরম্যান্স হিসাবে না ধরেন, তবে আমি দল থেকে অনেক বাইরেই থাকবো।’
তবে এই বিষয়ে তাঁর সতীর্থ বাবর আজমকে অবগত করছেন কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং বলেন, ‘এই বিষয়ে আর কথা না বলি। যতই কথা বলবো, সেটা ততই অন্য দিকে চলে যাবে। আর এই তর্ক চলতেই থাকবে।’
জানিয়ে রাখা ভালো, উসমান কাদির পাকিস্তানের হয়ে এই পর্যন্ত পঁচিশটি টি-টোয়েন্টি এবং একটিমাত্র ওয়ানডে খেলেছেন। তবে উসমান বিশ্বাস করেন নিজেকে জাতীয় দলের যোগ্য প্রমাণের জন্য ধারাবাহিকভাবে সুযোগ পাননি তিনি।