কাকুলে ফিটনেস ট্রেনিং, তারপর নিউজিল্যান্ড সিরিজ আর এখন খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির অভাব রাখছে না পাকিস্তান। তবে ফলাফলটা ঠিকঠাক পাচ্ছে না বাবর-শাহীনরা।
নিউজিল্যান্ড সিরিজ ড্র আর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হার। তাই তো পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষই করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে জয় পায় আইরিশরা। পাকিস্তানের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ৫ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় পল স্টার্লিংয়ের দল। নিউজিল্যান্ড সিরিজে রান করতে বেশ বেগ পেয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের এক চমৎকার ইনিংস খেলেন তরুণ ওপেনার সায়িম আইয়ুব।
তবে মিডল অর্ডারের খরা কাটেনি পাকিস্তানের। ফখর জামান খান এবং শাদাব খান মিলে স্কোরবোর্ডে মাত্র ২০ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তান আগের টি-টোয়েন্টি বিশ্বকাপেও র্যাংকিং ছিল উপরের দিকেই।
তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে র্যাংকিংয়ের সাত নাম্বারে নেমে এসেছে পাকিস্তান। আর তাই তো রাজা বলে দিলেন, ‘বর্তমান র্যাঙ্কিংই বলে দেয় পাকিস্তানের আসল রূপ।’
এই বিষয়ে তিনি আরো বলেন, ‘আপনি আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো যুক্তি দিতে পারবেন না। শারীরিক ভাষাই জানান দিচ্ছিল তাঁরা দুর্বল। দল ভালভাবেই খেলে যাচ্ছিল। তবে হঠাৎই অধিনায়কত্বের পরিবর্তন আসে দলে। আর বিশ্বকাপের বছরেই দল নেমে আসে সাত নাম্বারে।’
দলের কম্বিনেশন নিয়ে সাবেক এই ক্রিকেটার আরো বলেন, ‘পাকিস্তান কিভাবে বিশ্বকাপ জিতবে? দলের ভেতর কোনো সম্বনয়ই নেই। ওপেনিং ব্যাটাররা এখনো স্থিতু হতে পারেনই তাঁদের জায়গায়। আর মিডল অর্ডারের ব্যাটাররাও ঠিকঠাক নিজেদের মেলে ধরতে পারছেন না। দলের এই অবস্থায় পাকিস্তান কিভাবে সেমি ফাইনাল পর্যন্ত যাবে?’
দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন রাজা। তিনি বলেন, ‘আপনি দলের সামর্থ্য সম্পর্কে জানেন। আর আপনি তাঁদের দিয়েই অস্ট্রেলিয়া, ভারতের মত খেলা আশা করেন। মিডল অর্ডার এখনো সেট হয়নি। আবার টপ অর্ডারে ব্যাটাররাও রান পাচ্ছেন না।’
বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে পাকিস্তানের ক্রিকেট যেন আরো নড়বড়ে হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই পাকিস্তানকে তাঁদের সব সমস্যা করতে সমাধান বের করতে হবে। আর তা হলেই আগের বারের সেই দুর্দান্ত ফর্ম ফিরে পাবে পাকিস্তান। ছুঁয়ে দেখতে পারে এবারের বিশ্বকাপ।