ইতিহাস গড়েও ইউক্রেনে বিষাদের ঘনঘটা

এখনও হয়ত রাশিয়ান গোলা আছড়ে পড়ছে ইউক্রেনের জনপদে। সেই জনপদে এক চিলতে স্বস্তি ছড়িয়ে দিতেই হয়ত চেয়েছিল ইউক্রেনের ফুটবল দল। তবে বাজে দিনগুলোতে নাকি সর্বক্ষেত্রেই খারাপ হয় সঙ্গী। ফুটবল দলের ক্ষেত্রেও হয়েছে তাই। রেকর্ড গড়া পয়েন্ট নিয়ে বাদ তারা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ থেকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয় অলেক্সান্ডার জিনসেংকোরা। সেই ম্যাচটাতে ড্র হলেও হতো তাদের। কিন্তু যে ম্যাচটি তারা হেরেছে, সেই ম্যাচে ৩ গোল হজম করেছিল তারা। স্লোভাকিয়ার বিপক্ষে আবার জিতেছিল ২-১ ব্যবধানে। ঠিক সে কারণেই গোল ব্যবধান ছিল -২।

সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্যে। শেষ ম্যাচে বেলজিয়ামের সাথে গোল শূন্য ড্র করে ইউক্রেন। ঠিক তখনই সামনে চলে আসে গোল পার্থক্য। চার পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইউক্রেন। এমনটা ইউরোর ইতিহাসে কখনই ঘটেনি। চার পয়েন্ট নিয়ে কোন দল গ্রুপ পর্বে বাদ পড়েনি।

সে ইতিহাসের সঙ্গী হতে হয়েছে ইউক্রেনকে। অথচ সেই গ্রুপে বাকি সবার পয়েন্টই ছিল সমান। রোমানিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে পরের রাউন্ডে। বেলজিয়াম হয়েছে রানার্স আপ। সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে স্লোভাকিয়া।

কপাল পুড়েছে স্রেফ ইউক্রেনের। তাইতো শেষ ম্যাচে ১-০ গোলের জয়ও তাদেরকে বানাতে পারত গ্রুপের চ্যাম্পিয়ন। স্রেফ একটি গোলই বদলে দিতে পারত সমস্ত দৃশ্যপট। সেই গোলের চেষ্টাও করেছে দলটি। ৪ খানা শট রেখেছিল বেলজিয়ামের গোলবারে। তবুও লক্ষ্যভেদ করা যায়নি। ম্যাচটি জেতার আপ্রাণ চেষ্টাই করেছে ইউক্রেন।

তবে দু:খের নদীতে ভেসে যেতে হয়েছে তাদেরকে। কোনভাবেই ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেনি তারা। যদিও জয় প্রয়োজন ছিল বেলজিয়ামেরও। তারাও চেষ্টা চালিয়েছে গোলদ্বার উন্মুক্ত করবার। রোমেলু লুকাকুরা অ্যানাতোলি ত্রুবিনকে পরাস্ত করতে পারেননি।

৬০ শতাংশ বলের দখল রেখেও, ডি ব্রুইনারা গোলের দেখা পায়নি। তাতে করে 0-0 গোল ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিশ্ব র‍্যাংকিংয়ের তিন নম্বরে থাকা দলটি। ম্যাচটি যতটা না দুঃখ বয়ে নিয়ে এসেছে ইউক্রেনের জন্যে, তার থেকেও বেশি হতাশার কারণ হয়েছে বেলজিয়ামের জন্যে। তবুও দ্বিতীয় রাউন্ডে পা রাখাটা তাদের জন্যে স্বস্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link