বিকল্প খুঁজছে আইসিসি। বদলে যেতে পারে নারী বিশ্বকাপের ভেন্যু। ইতোমধ্যেই তিনটি ভিন্ন ভেন্যুর তালিকা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আয়োজনের ভেন্যু পরিবর্তনের কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটেছে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের। এর পরিপ্রেক্ষিতে বেশ টালমাটাল পরিস্থিতি দেশের। যদিও রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টাই চালাচ্ছে সাময়িক সময়ের জন্যে দায়িত্বভার তুলে নেওয়া সামরিক বাহিনী। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে ইতোমধ্যেই।
কিন্তু বিগত কয়েকদিন ধরে চলা সহিংসতায় দেশের মধ্যে সৃষ্টি হয়েছিল স্তব্ধ পরিস্থিতি। যার পরিপ্রেক্ষিতে নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী তিন দেশ, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। এই যখন পরিস্থিতি, তখন বাধ্য হয়েই আইসিসি-কে ভাবতে হয়েছে বিকল্প। যদিও সংকট কেটে গেলে মত বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রাথমিকভাবে বিকল্প হিসেবে ধরা হয়েছে তিন দেশকে। ভারতে আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা জটিলতার মধ্য দিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু হাতে খুব বেশি সময় বাকি নেই। অন্যদিকে অক্টোবর জুড়ে শ্রীলঙ্কাতে হতে পারে বৃষ্টি। সেটাও দ্বিধার কারণ সৃষ্টি করছে। এছাড়া তৃতীয় বিকল্প হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সেখানে অবশ্য বৃষ্টি-বাদল কিংবা ভিসা জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম। ঠিক সে কারণেই হয়ত বাংলাদেশের বদলে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে নারীদের বিশ্বকাপ। তাতে করে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল আরও একটি বিশ্বকাপ আয়োজনের সুযোগ।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপের সবগুলো ম্যাচ। প্রায় ১৭ দিনের মহাযজ্ঞের পর্দা ওঠার কথা ছিল ২০ অক্টোবর। এখন দেখবার বিষয় আদোতে জল কতদূর অবধি গড়ায়।