শ্রীলঙ্কার পালেকেল্লেতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাটসম্যানরা দাপট দেখানোর পর দ্বিতীয় দিন দারুণ বোলিং করে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। তবে ফিল্ডারদের ক্রমাগত ক্যাচ মিসের কারণে দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। দিন শেষে যদিও তাইজুল ইসলাম জানিয়েছেন ক্যাচ মিস খেলারই অংশ।
গত কয়েকটা সিরিজ ধরেই টানা ক্যাচ মিসের খেসারত দিচ্ছে বাংলাদেশ। এই ক্যাচ মিসের কারণে জয় পর্যন্ত হাত ছাড়া হয়েছে। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা দ্বিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে দুজনই ক্যাচ দিয়েছিলেন ইনিংসের শুরুতেই। সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা।
গতকাল তাসকিন আহমেদের বলে মিড অফে মুমিনুল হক করুনারত্নের ক্যাচ ছাড়ার পর তাসকিনের পরের ওভারে আবার করুনারত্নের ক্যাচ ফেলে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর তাসকিনের বলেই মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে বেঁচে যান থিরিমান্নে।
আর আজ আবু জায়েদ রাহির বলে পয়েন্টে দাঁড়ানো তাইজুল ইসলাম ধরতে পারেননি নিসাঙ্কার ক্যাচ। এর আগে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন দিন শেষে অপরাজিত থাকা রমেশ মেন্ডিস। তাইজুল ইসলাম ক্যাচ মিসকে খেলার অংশ বললেও জানিয়েছেন এই ক্যাচ গুলো নিতে পারলে ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ।
তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে আমি পয়েন্টেই বেশি ফিল্ডিং করে থাকি। পয়েন্ট অথবা শর্ট গালি, পরিস্থিতির ওপর নির্ভর করে। তো ক্যাচ মিস খেলারই একটা অংশ। কিন্তু ঐ সময় ক্যাচ মিসটা আমাদের দলকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ঐ ক্যাচটা ধরতে পারলে হয়তো আরো অনেক ভালো পজিশনে থাকতাম। তবে এমন কিছু না যে পয়েন্টে আমি ফিল্ডিং করি না।’
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাপট দেখিয়ে প্রথম দিন এক উইকেট হারিয়ে ২৯১ রান করলেও দ্বিতীয় দিন বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করতে পেরেছে মাত্র ১৭৮ রান; হারিয়েছে পাঁচ উইকেট। তাইজুল ইসলাম জানিয়েছেন আজ শ্রীলঙ্কা সুবিধা করতে না পারলেও উইকেটে তেমন কিছুই হয়নি। এই স্পিনার মনে করেন বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করা কঠিন হবে না।
তাইজুল বলেন, ‘এখনো আমরা দেখি নাই যে উইকেটে উল্টা পাল্টা কিছু হচ্ছে। তো উইকেট দেখতে এখনো অনেকটা ফ্রেশ আছে। আসলে এখনই বোঝা কঠিন যে উইকেট কালকে বা পরশু দিন কেমন করবে। ইনশাআল্লাহ আশা করি উইকেট ভালো কিছুই হবে। আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো খেলতে পারে কাজটা খুব একটা কঠিন মনে হবে না।
দিনের শুরুতেই থিরিমান্নেকে ফিরিয়ে দেওয়ার পর ম্যাথুস ও নিশাঙ্কার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তাসকিন আহমেদ। এছাড়া ভালো বল করেছেন আবু জায়েদ রাহি ও শরিফুল ইসলামও। পেসাররা শুরুতে ভালো করার জন্য পরে স্পিনারদের কাজটা সহজ হয়েছে বলে মনে করেন তাইজুল ইসলাম।
এই স্পিনার বলেন, ‘সত্যি কথা বলতে কি পেস বোলাররা যখন ভালো বল করে দিয়ে যায় তখন স্পিনারদের কাজটা সহজ হয়ে যায়। আজকে সেইম জিনিসটাই হয়েছে তাসকিন, রাহি, শরিফুল ভালো বল করাতে। পরে আমার মিরাজের কাজটা সুবিধা হইছে আর কি। রান চেক দিতে সুবিধা হইছে। আর ওরা আমাদের সহজে খেলতেও পারেনি।’