ভরসার প্রতিদান দিচ্ছেন স্টাবস

এই একটু বেশি যেকোন সময় অনেক বড় কিছু হয়ে দাঁড়াতে পারে। সে সক্ষমতা রয়েছে তার। সেদিকেই এগিয়ে যাচ্ছেন স্টাবস। 

দক্ষিণ আফ্রিকার নেক্সট বিগ থিং হবেন ট্রিস্টান স্টাবস। এমন ভাবনা থেকেই বড্ড ভরসা করছে তাকে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। আর সেই ভরসার প্রতিদান তিনি দিয়েছেন শতক হাঁকিয়ে। চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তরুণ এই ক্রিকেটার।

নিখাদ এক ব্যাটিং উইকেট। বাংলাদেশের বোলাররাও খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারেনি। স্টাবসের জন্য মঞ্চ প্রস্তুত ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে স্টাবস নিজের সক্ষমতাই দেখিয়ে গেছেন। উইকেট ব্যাটিং সহায়ক বলে, খুব বেশি তাড়াহুড়ো করেননি। দেখে শুনে, নিজের ইনিংসটি বড় করেছেন।

টনি ডি জর্জির সাথে ২০১ রানের বিশাল বড় এক জুটি গড়েছেন। বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলার ভিত্তিটা গড়ে দিয়েছেন। এমন কিছুই নিশ্চয়ই প্রত্যাশিত তার কাছ থেকে। তিন ফরম্যাটে সেজন্যই লাগাতার সুযোগ পেয়ে যাচ্ছেন স্টাবস।

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন। সেখানে ১৩৭ স্ট্রাইক রেটে রান এসেছে তার ব্যাট থেকে। এরপর ওয়ানডে ক্রিকেটে পদযাত্রা শুরু করেন। সাত ম্যাচের ক্যারিয়ারে সেখানে একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এরপরই লাল বলের ক্রিকেটে তার অভিষেক ঘটে।

আস্থা রেখেই তার হাতে সাদা পোশাক তুলে দেওয়া হয়। নিরাশ করছেন না স্টাবস। সবে মাত্র ৫ ম্যাচের ক্যারিয়ার তার। নয় ইনিংসের মধ্যে একটিতে ফিফটিসহ চট্টগ্রামে সেঞ্চুরি তুলে নিয়েছেন।

গড়টা এখন ৩৭ এর একটু বেশি। এই একটু বেশি যেকোন সময় অনেক বড় কিছু হয়ে দাঁড়াতে পারে। সে সক্ষমতা রয়েছে তার। সেদিকেই এগিয়ে যাচ্ছেন স্টাবস।

Share via
Copy link