প্রত্যাবর্তনের গল্প লিখতে চাইছেন বোধহয় মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় দলে ফিরতে না পারার ক্ষোভ উগরে দিতে চাইছেন। হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে তাঁর রুদ্রমূর্তি দেখা যাচ্ছে সেজন্যই, প্রথম ম্যাচে ১২ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও রান পেয়েছিলেন তিনি। তাঁকে দমিয়ে রাখতে পারেনি সংযুক্ত আরব আমিরাতের বোলাররাও।
মাত্র নয় বল খেলার সুযোগ পেয়েছিলেন সাইফুদ্দিন, তাতেই হাঁকিয়েছেন পাঁচ পাঁচটা ছক্কা। সবমিলিয়ে করেছেন ৯ বলে ৩৬ রান, স্ট্রাইক রেট ৪০০! এটুকু বললেই বোঝা যায়, এদিন কতটা ঝড় তুলেছেন তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও আগুন ঝরিয়েছেন এই অলরাউন্ডার। আলোক স্বল্পতার কারণে দ্বিতীয় ইনিংসে ৩.২ ওভার করার পরেই ম্যাচের ইতি টানতে বাধ্য হন আম্পায়াররা। এর মধ্যে ১.২ ওভার বল করেছেন তিনি, তাতেই পেয়েছেন দুই উইকেট। সেটাও আবার স্রেফ সাত রানের বিনিময়ে।
এর আগে ওপেনিংয়ে ইয়াসির আলি চৌধুরীর জায়গায় সুযোগ পেয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। প্রথম সুযোগেই বাজিমাত করেন এই তরুণ, ১১ বল খেলে আদায় করেছেন ৩১ রান – হাঁকিয়েছেন তিনটা ছক্কা এবং দুইটা চার।
তাঁর সঙ্গী জিসান আলম অবশ্য তিনটা ছয়ের পাশাপাশি তিনটা চার মেরেছিলেন। কিন্তু ডট বল বেশি দেয়ায় ১৭ বলে ৩৪ করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। সাত বলে কোন রান নিতে পারেননি তিনি, ছয় ওভারের খেলায় যা মহা পাপ।
যদিও শেষমেশ ডিএলএস মেথডে বাংলাদেশ ১৮ রানের জয় পেয়েছে। আপাতত দলের মনোযোগ সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উপর। আগের দেখায় লঙ্কানদের হারাতে পারেনি টাইগাররা। এবার সেই প্রতিশোধ নেয়ার পালা সাইফুদ্দিনদের সামনে।