সিলেট এক্সপ্রেস এবাদত ফিরছেন!

সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফিতেই 'স্যালুট ম্যান' কে দলের দেখার আশায় বুক বাধতেই পারে দেশের ক্রিকেটপ্রেমিরা।

প্রায় দেড় বছর পরে পেশাদার ক্রিকেটে ফিরলেন এবাদত হোসেন। এসিএল ইনজুরিতে পড়ার আগে বেশ দারুন ছন্দে ছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর ফিরেছিলেন গত মাসে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। অবশেষে যেন এনসিএল টি-টোয়েন্টিতে এসে ছন্দ খুঁজে পেলেন তিনি।

শনিবার লো-স্কোরিং ম্যাচে তিন ওভার বল করে ১০ রানে নিয়েছেন দুই উইকেট। মাত্র ১২০ রান ডিফেন্ড করতে নেমে বেশ শক্ত পরীক্ষাই নিয়েছেন তিনি রংপুরের ব্যাটারদের। শুরুতেই চৌধুরি রিজওয়ান কে ক্যাচ আউট করে দারুন সূচনা এনে দেন সিলেটকে। আর ছক্কা নাইম খ্যাত নাইম ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ম্যাচে ফেরার ব্যর্থ একটা চেষ্টা তিনি করেছিলেন যদিও।

তবে মামুলি টার্গেটে আসলে অপরপ্রান্ত থেকে সাপোর্টটা না পেয়ে দিনশেষে হারই সঙ্গি হয়েছে তার। তবে হেরেও যেন জিতে গেলেন এবাদত। অবশেষে হয়ত ফুল ফিট হয়ে উঠেছেন তিনি। গতি, লাইন, লেন্থ, বাউন্স সবই ঢেলে সাজাতে পেরেছেন তিনটা ওভারে, ১১টা ডট বল তারই সাক্ষ্য দেয়।

এবাদতের এই ফিরে আসাটা বাংলাদেশের জন্য সুখবরই বটে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অভাবটা চোখে পড়ার মত ছিল। সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফিতেই ‘স্যালুট ম্যান’ কে দলের দেখার আশায় বুক বাধতেই পারে দেশের ক্রিকেটপ্রেমিরা।

Share via
Copy link