গত জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করার পর তিন ফরম্যাটে পরের দশ ম্যাচ ধরে জয়হীন বাংলাদেশ। এই সময় এক মাত্র প্রাপ্তি বলতে শ্রীলঙ্কার সাথে একটি টেস্ট ড্র করা। তবে অতীতের ব্যর্থতা নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে তাকাতে চান দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জানিয়েছেন দল খারাপ সময়ের ভিতর দিয়ে গেলেও ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ।
ডমিঙ্গো বলেন, ‘সন্দেহ নেই আমরা খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীত নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, প্রাথমিক সব বিষয় ঠিক রেখে কৌশল কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ আসবে।’
দলের টানা ব্যর্থতায় সমালোচনা হয়েছে রাসেল ডোমিঙ্গোরও। এমন কি গুঞ্জন শোনা যাচ্ছিলো কোচের পদ থেকে বরখাস্তও হতে পারেন এই প্রোটিয়া। রাসেল জানিয়েছেন কোচরা মাঠে গিয়ে খেলেন না। কিন্তু একটু ভুল করলেই মানুষ প্রশ্ন তোলা শুরু করে। তবে তিনি সেই প্রশ্নে কান না দিয়ে নিজের কাজটাই শুধু করে যেতে চান।
তিনি বলেন, ‘কোচ হিসেবে আপনার কাজ হল নিজের কাজের ওপর আস্থা রেখে ঠিক ভাবে নিজের কাজটা করে যাওয়া। আমার সামর্থ্য অনুযায়ী সেরাটা দিয়ে চেষ্টা করছি। যে দলের সাথে যেখানেই খেলুন না কেন, আন্তর্জাতিক ক্রিকেট সব সময় চাপের। পরিবার, বন্ধুবান্ধব, মিডিয়া, ব্যক্তিগত চাপ সব সময়ই থাকবে। কোচরা মাঠে গিয়ে খেলেন না, রান করতে বা উইকেট নিতে পারেন না। কিন্তু একটু ভুল করলে মানুষ প্রশ্ন তোলা শুরু করে। এই জন্য কোচের চাপ থাকবেই। আমার কাজ হল দলকে প্রস্তুত করা, ছেলেদের সাহস জোগানো আর তাদের আত্মবিশ্বাস শক্ত রাখা।’
এই সিরিজে নিয়মিত কোচিং প্যানেলকে পাচ্ছে না বাংলাদেশ। তাই কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে দুই দেশি কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়েরকে। পেস বোলিং কোচ ওটিস গিবসন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন তালহা এবং টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে বাবুলকে। ডোমিঙ্গো জানিয়েছেন কোচদের অনুপস্থিতি ম্যাচে কোন প্রভাব ফেলবে না।’
ডোমিঙ্গো বলেন, ‘ছেলেরা অনেক দিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তারা জানে কি ভাবে কি করতে হয়। পুরো কোচিং প্যানেল নেই এটা স্বস্তিদায়ক নয়। তবে আমার সাথে বাবুল ও তালহা আছে। ওরা অনেক সাহায্য করছে দলকে। মাঠে অধিনায়কেরই সব সিদ্ধান্ত নিতে হয়। তাই কোচদের অনুপস্থিতি প্রভাব ফেলবে না।’
প্রায় দুই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছে মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে চোটের কারণে খেলতে না পারা মোসাদ্দেক ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে। এছাড়া রয়েছেন আফিফ হোসেন ও সৌম্য সরকারও।
এই তিন জনকেই বিভিন্ন সময় সাত নম্বরে ব্যাট করতে দেখা গেছে। ডোমিঙ্গো জানিয়েছেন মোসাদ্দেক ও আফিফকে সাতে খেলানোর ভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে। তবে সৌম্যকে দেখা যেতে পারে টপ অর্ডারে।
বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা সাত নম্বরের জন্য এমন এক জনকে চাচ্ছিলাম যে ব্যাটিং করার পাশাপাশি স্পিন বল করতে পারবে। আফিফ, মোসাদ্দেক এই ভাবনা থেকেই। সৌম্য পেস বল করতে পারে, এবং সে টপ অর্ডারেও খেলতে পারে। মোসাদ্দেক লোয়ার মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে এমন কেউ যে ম্যাচ শেষ করে আসতে পারবে, ভালো ফিল্ডার, বোলিং ব্যাটিং পারে, ভালো প্যাকেজ।’