হায়দ্রাবাদের নির্মম অথচ সুন্দর ব্যাটিংয়ের অপেক্ষা

হায়দ্রাবাদের হয়ে এবারও ওপেনিংয়ে দেখা যাবে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে। গত মৌসুমে তাঁরা কি করেছেন সেটা এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে; ১৯১ স্ট্রাইকরেট এবং ৪০ গড়ে ৫৬৭ রান করেছিলেন হেড, অন্যদিকে অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩২ গড়ে ৪৪ রান, সেটাও দুইশের বেশি স্ট্রাইক রেটে। আবারো এমন তান্ডব ছড়ানোর অপেক্ষায় আছেন দু'জনেই।

আইপিএলে চার ছক্কার বৃষ্টি ঝরে, তবে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটাকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। ভয়ডরহীন অ্যাপ্রোচ বললেও কম হবে, স্রেফ বাইশ গজে যাও আর বেধড়ক পিটুনি দাও বলকে – এমন দর্শনে গত আসর মাতিয়েছিল তাঁরা। সাফল্যও মিলেছে, ফাইনালে পৌঁছে গিয়েছিল প্যাট কামিন্সেরা।

সেজন্যই বোধহয় এবার আরো বারুদে ঠাঁসা ব্যাটিং লাইনআপ তৈরি করেছে দলটা; ওপেনার থেকে মিডল অর্ডার, অতঃপর ফিনিশার – প্রতিটা পজিশনে একেকজন বিধ্বংসী ব্যাটারকে জায়গা দেয়া হয়েছে। এদের একজনও যদি উইকেটে টিকে থাকেন তাহলে নিস্তার নেই বোলারদের। ইম্প্যাক্ট, ইন্টেন্ট সবই ব্যাট দিয়ে বুঝিয়ে দিতে প্রস্তুত তাঁরা।

হায়দ্রাবাদের হয়ে এবারও ওপেনিংয়ে দেখা যাবে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে। গত মৌসুমে তাঁরা কি করেছেন সেটা এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে; ১৯১ স্ট্রাইকরেট এবং ৪০ গড়ে ৫৬৭ রান করেছিলেন হেড, অন্যদিকে অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩২ গড়ে ৪৪ রান, সেটাও দুইশের বেশি স্ট্রাইক রেটে। আবারো এমন তান্ডব ছড়ানোর অপেক্ষায় আছেন দু’জনেই।

তিন নম্বরে রাহুল ত্রিপাঠী ঠিক পাল্লা দিতে পারেননি হেড-অভিষেক জুটির সঙ্গে। ২০২৫ আইপিএলে তাই পকেট ডায়নামো ঈশান কিষাণের ওপর ভরসা রেখেছে অরেঞ্জ আর্মি। বোঝাই যাচ্ছে ওপেনারদের দ্রুত আউট করলেও রক্ষা নেই। সেরের ওপর সোয়া সের নিয়ে হাজির হবেন ঈশান।

হেনরিখ ক্লাসেনকে নিয়ে আলাদা করে বলার আসলে কিছু নেই। ছক্কা হাঁকানো তাঁর জন্য তো এক হাতের খেল, ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন আর বল উড়ে যাবে মাঠের বাইরে এই তো স্বাভাবিক দৃশ্য। তাঁর সঙ্গে আবার থাকছেন ইনফর্ম নিতীশ রেড্ডি – ডেথে রান তোলা নিয়ে তাই বর্তমান রানার আপদের কোন দুশ্চিন্তা নেই।

গত আসরে ২৮৭ পর্যন্ত যেতে পেরেছিল টিম সানরাইজার্স। পরিকল্পনার বাস্তবায়ন ঘটলে এবার নির্ঘাত তিনশ’র গন্ডি পেরিয়ে যাবে তাঁরা, অন্তত ব্যাটিং লাইনআপের নামগুলো শুনে তাই মনে হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, নির্মম অথচ সুন্দর ব্যাটিং দেখার অপেক্ষা।

Share via
Copy link