অনুমতি না নিয়েই কোহলির ব্যাগ খুললেন ব্যাঙ্গালুরুর তরুণ

গত মৌসুমে প্লে-অফে খেলেছিল ব্যাঙ্গালুরু, চলতি আসরের শুরুটাও হয়েছে বড় জয় দিয়ে। কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দেয়ার পর তাই খোশমেজাজে আছে স্কোয়াডের সবাই। সেটারই ফায়দা নিয়েছেন সৌয়াস্তিক। যা করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, তিনি তাই করে বসেছেন। 

ধরুন আপনি সদ্য দলে আসা একজন তরুণ ক্রিকেটার, বিরাট কোহলি আপনার সতীর্থ। নির্ঘাত একটু দূরে দূরে থাকবেন, কথা বলবেন মেপে মেপে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তরুণ ক্রিকেটার সৌয়াস্তিক চিকারা যা করলেন তাতে অবাক হয়েছে পুরো দল।

গত মৌসুমে প্লে-অফে খেলেছিল ব্যাঙ্গালুরু, চলতি আসরের শুরুটাও হয়েছে বড় জয় দিয়ে। কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দেয়ার পর তাই খোশমেজাজে আছে স্কোয়াডের সবাই। সেটারই ফায়দা নিয়েছেন সৌয়াস্তিক। যা করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, তিনি তাই করে বসেছেন।

কাউকে কিছু না বলেই এই তরুণ বিরাট কোহলির ব্যক্তিগত ব্যাচ খুলেছিলেন। এরপর বিরাটের পারফিউম বের করে ব্যবহার করেছেন; আবার ব্যাগে রেখে নিজের কাজ শুরু করে দিয়েছিলেন। রজত পতিদার, ইয়াশ দয়াল সহ তাকিয়ে থাকা সবার চোখ বিস্ময়ে কপালে ওঠার উপক্রম হয়েছিল।

এ ব্যাপারে ইয়াশ দয়াল বলেন, ‘কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে আমরা ড্রেসিংরুমে বসেছিলাম; সৌয়াস্তিক সেখানে এসে বিরাট ভাইয়ের ব্যাগ থেকে পারফিউম বের করে নিজের গায়ে মাখে। সবাই সাথে সাথে হাসতে শুরু করেছিল।’

অন্যদিকে রজত পতিদার বলেন, ‘বিরাট ভাইও সেখানে ছিল, আমি তো মনে মনে ভাবছিলান এই ছেলে কি করছে!’ – যদিও কোহলি তেমন কিছু বলেননি, তিনিও মজাচ্ছিলে দেখেছেন পুরো ঘটনা।

উত্তরপ্রদেশের প্রতিভাবান এই ব্যাটার বলেন, ‘উনি তো আমাদের বড় ভাইয়ের মতই, তো আমি শুধু জানতে চাচ্ছিলাম উনি ভাল পারফিউম ব্যবহার করেন কি না। সেজন্য নিজে ব্যবহার করে দেখলাম; পরে তিনি নিজেই জানতে চেয়েছেন কেমন লেগেছে? আমি বলেছিলাম, হ্যাঁ ভাই দারুণ পারফিউম।’

Share via
Copy link