রান চেজ করে জেতালেন রোস্টন চেজ

ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতা আনল। ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে তারা প্রথমবারের মত ওয়ানডে জিতল। বৃষ্টির উদাম নৃত্য শেষে হাসি ফুটল ক্যারিবিয়ান ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতা আনল। ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে তারা প্রথমবারের মত ওয়ানডে জিতল। বৃষ্টির উদাম নৃত্য শেষে হাসি ফুটল ক্যারিবিয়ান ক্রিকেটে।

পাকিস্তান কার্যত ম্যাচে ছিলই না। ৩৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান করতে পারে তাঁরা। হাসান নাওয়াজের ৩০ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসটা বাদ দিলে অবস্থা আরও সঙিন হত। পরে বৃষ্টি আইনে তাঁরা লড়াইয়ের পুঁজি পায়। তবে, শেষ রক্ষা হয়নি।

কঠিন পরিস্থিতি থেকে রোস্টন চেজ আর জাস্টিন গ্রিভস ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করলেন। এর আগে শেরফান রাদারফোর্ডের ৩৩ বলে খেলা ৪৫ রানের ইনিংস খারাপ শুরুর পর ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বৃষ্টিতে পাকিস্তানের ইনিংস ১৩ ওভার কমে যায়, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান।

পাকিস্তানি পেসার হাসান আলী প্রথমেই দুই ওপেনারকে ফেরান। ১২ রানে দুই উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। কেসি কার্টি আটকে যান, ব্রেক থ্রু আসছিল না, তবে বাড়ছিল আস্কিং রান রেট। আবরার আহমেদের বিপক্ষে বোল্ড হয়ে ফিরে যান তিনি।।

তখন নামেন শেরফান রাদারফোর্ড। টার্গেট করেন সায়িম আইয়ুব আর শাহীন আফ্রিদিকে। জয়ের জন্য রানরেট পাঁচের নিচে নামিয়ে আনেন। কিন্তু, মোহাম্মদ নওয়াজ তাকে ফিরিয়ে দেন, সাথে সাজঘরে ফেরার মিছিলে শাই হোপও যোগ হলে লড়াই জমে যায়।

নওয়াজ নায়ক হওয়ার পথেই ছিলেন। স্পিনের বিপক্ষে ধুকছিলেন রোস্টন চেজ। তবে, স্পিন আক্রমণ শেষ হতেই চেজ অন্য ব্যাটার। আবরার আর নওয়াজের স্পেল শেষের পথে যেতেই তিনি গতি বাড়ান। পেসারদের বিপক্ষে সামলে নেন, ছন্দ খুঁজে পান।

সালমান আলী আঘা কিংবা সায়িম আইয়ুবদের সামনেও রান পেতে সংকট হয়। গ্রিভস পাশে দাঁড়িয়ে যোগ্য সঙ্গ দেন। ম্যাচ শেষ হয় ১০ বল বাকি থাকতে। সাথে সাথে কেটে গেল পাকিস্তানের বিপক্ষে ছয় বছরের জয়ক্ষরা।

Share via
Copy link