শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তান বধ। টানা দুই সিরিজ জয় এশিয়া কাপে বড় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। তবে এই স্বপ্ন যাত্রায় কাদের উপর ভরসা রাখবেন নির্বাচকরা? এশিয়া কাপে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড?
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টির সাফল্য বিবেচনায় স্কোয়াড নিয়ে খুব বেশি কাঁটাছেড়া করাটা বোধহয় সমীচীন হবে না। তবে বিকল্পের অভাব আর ফর্মহীনতার কারণে কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে।
ওপেনার থেকে শুরু করলে তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনের জায়গাটা নিশ্চিতই বলা যায়। তবে ব্যাকআপ ওপেনার হিসবে কে থাকবেন? গেল সিরিজে নাইম শেখকে বাজিয়ে দেখেছিল টিম ম্যানেজমেন্ট, তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।
তাই তো দলে তাঁর সুযোগের দরজা একপ্রকার বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে অভিজ্ঞতার জেরে দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি সময়ের অপেক্ষা কেবল। সেই সথে টপ অর্ডারের গুরুদায়িত্ব সামলাবেন কাপ্তান লিটন কুমার দাস।
সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা মিডল অর্ডার নিয়ে। তাওহীদ হৃদয়ের একার কাঁধে এই পজিশনের দায়িত্ব। তবে তাঁর সাম্প্রতিক সময়ের ব্যাটিং অবশ্য টি-টোয়েন্টিসুলভ হচ্ছে না। তাই আলোচনা চলছে মিডল অর্ডারে নুরুল হাসান সোহানকে ফেরানো নিয়ে।
এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাইমারি স্কোয়াডে আছেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের অধিনায়ক হয়ে এখন আছেন অস্ট্রেলিয়ার মাটিতে। এখানে ভালো করলে এশিয়া কাপে সুযোগের তালা খুললে খুলতে পারে।
ফিনিশিং রোলে যথারীতি থাকবেন শামিম পাটোয়ারি আর জাকের আলী। অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদী এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের নামটা তাই একপ্রকার বাতিলের খাতায়।
স্পিন ডিপার্টমেন্টে থাকবেন নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। আর পেস ইউনিটে যথারীতি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড; তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, লিটন কুমার দাস(অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম পাটোয়ারি, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।