মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন, তাতেই খেলাটা বদলে দিলেন লিওনেল মেসি। ইনজুরির কারণে দুই সপ্তাহ বাইরে থাকার পর ইন্টার মায়ামির জার্সিতে কী দুর্দান্ত প্রত্যাবর্তন! ফিরেই এক গোল, এক অ্যাসিস্ট। প্রতিপক্ষকে চুপ করিয়ে দিলেন নিজের সহজাত খেলায়, ইন্টার মিয়ামি জিতল ৩-১ ব্যবধানে।
প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়েছিল ইন্টার মিয়ামি। কিন্তু, দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল এলএ গ্যালাক্সি। ঠিক তখনই নামলেন মেসি। মাঠে নামা মানেই ম্যাচের ছন্দ পাল্টে যাওয়া—৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে গোল। এবারের এমএলএসে সেটাই তাঁর ১৯তম গোল।
দুই সপ্তাহের বিরতি। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মেসি। অনেকে ভেবেছিলেন ফেরার পর তাল মিলিয়ে খেলতে সময় লাগবে। কিন্তু তিনি লিওনেল মেসি—মাঠে নামার পর আর কোনো হিসাবই চলে না।
ইন্টার মিয়ামির হয়ে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন। আর নেমেই বদলে দিলেন সকল সমীকরণ। মাত্র ৪৫ মিনিট সময় পেলেন। আর এই অর্ধেক সময়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন।
এরপর ৮৯ মিনিটে অবিশ্বাস্য ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করালেন। ৩-১ ব্যবধানে নিশ্চিত হলো ইন্টার মিয়ামির জয়।
এটা শুধু ফেরা নয়—এটা ছিল বার্তা। মেসি আবারও দেখালেন, অল্প সময়ই যথেষ্ট ম্যাচের ছবি পাল্টে দেওয়ার জন্য। কি অবিস্মরণীয় প্রত্যাবর্তন! নামটা লিওনেল মেসি বলেই এমন প্রত্যবর্তন বারবার দেখার সৌভাগ্য হয় ফুটবল বিশ্বের!