আকাশের দিকে আয়না ঘোরাল বাংলাদেশ!

বাংলাদেশকে আয়নায় মুখ দেখার কথা বলেছিলেন আকাশ চোপড়া। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে হারের পর এমন কটাক্ষ তিনি ছুড়ে দিয়েছিলেন লিটনদের জন্য। তবে সেই বাংলাদেশই যখন দর্পণটা ঘুরিয়ে দিল, চোপড়া বোধহয় নিজের মুখটা দেখে কিছুটা লজ্জা পেলেন।

বাংলাদেশকে আয়নায় মুখ দেখার কথা বলেছিলেন আকাশ চোপড়া। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে হারের পর এমন কটাক্ষ তিনি ছুড়ে দিয়েছিলেন লিটনদের জন্য। তবে সেই বাংলাদেশই যখন দর্পণটা ঘুরিয়ে দিল, চোপড়া বোধহয় নিজের মুখটা দেখে কিছুটা লজ্জা পেলেন।

এশিয়া কাপ শুরুর আগে অনেকে অনেক কথাই বলেছেন বাংলাদেশকে নিয়ে। তবে আকাশ চোপড়ার কথার তীব্রতা বোধকরি একটু বেশিই ছিল। ক্রিকেট নিয়ে আলাপচারিতায় বাংলাদেশকে বারংবার হেয়-প্রতিপন্ন করেছেন। এমনকি ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, বাংলাদেশ গ্রুপ পর্বে এক ম্যাচই জিতবে, তাও আবার হংকংয়ের বিপক্ষে। আফগানিস্তান কিংবা লঙ্কানদের বিপক্ষে রীতিমতো দাঁড়াতেই পারবে না।

তবে মাঠের খেলায় অবশ্য বাংলাদেশ সে রাউন্ড জিতেছিল বেশ ভালোভাবেই। লঙ্কানদের সাথে না পারলেও আফগানদের হারিয়ে ঠিকই সুপার ফোরে পদার্পণ করেছে , এমনকি সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিশোধের বাসনা মিটিয়েছে হৃদয়-সাইফরা।

আর তাতেই কিছুটা ভোল পাল্টালেন আকাশ চোপড়া। সুপার ফোরের প্রথম লড়াই শেষে লিটনরা যখন জয়ের বেশে ফিরছে, সেটা দেখে চোপড়া বেশ খুশি হলেন, বললেন, ‘বাংলাদেশ জিতলে খুব ভালো লাগে।’

তবে যাকে দেখতে নারি, তাঁর চলন বাঁকা—চোপড়া দেখালেন এই প্রবাদের বাস্তবতা। আবারও বাজল কটাক্ষের সুর। প্রথম ম্যাচ জেতার পরেও নাকি শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়া কঠিন।

তিনি বলেন, ‘জয় পেলেও বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়া কঠিন। তাদের পরবর্তী ম্যাচ ভারতের সাথে, এরপরদিনই মোকাবিলা করতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন জয়ের পরেও দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কার থেকেও বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা কঠিন, যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়।’

আকাশ চোপড়ার শুরুর করা কটাক্ষের জবাব বাংলাদেশ মাঠের খেলায় দিয়েছে, তাঁকে ভুল প্রমাণ করেছে। তবে আরও একবার ভুল প্রমাণ করার সুযোগটা পাচ্ছে লিটন বাহিনী, এখন কেবল ফাইনালে ওঠা বাকি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link