কান পাতলেই খানিকটা দূর থেকে ভেসে আসছে দামামার নিনাদ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ক্রমশ ছুটে আসছে। আর তো মাত্র ক’টা দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে পুরো দুনিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জম্পেশ আর জমকালো লড়াই। এবারের ফুটবল বিশ্বকাপে হট ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে গননার বাইরে রাখার উপায় অন্তত নাই।
বিশ্বকাপের আগে এই দুই দলই নামবে মাঠে, নিজেদেরকে শেষবারের মত ঝালিয়ে নিতে। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকছে আরও একটি শিরোপা জেতার। কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি পেয়েছিলেন অমরত্ব। বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি মরুর বুকে। সেই একই স্টেডিয়ামে বসবে ‘ফিনালিসিমা’।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২৭ মার্চ মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এরপর স্বাগতিক কাতারের বিপক্ষে ৩১ মার্চ এক প্রীতি ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তারা। ইতোমধ্যে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে এই তথ্য।
আর্জেন্টিনা যখন শিরোপার অন্বেষণে মাঠে নামবে, তখন ব্রাজিল নিজেদের ইউরোপ জুজু কাটানোর উপায় খুজবে। হাই ভোল্টেজ দু’টো ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। প্রথমে দিদিয়ের দেশমের ফ্রান্সের বিপক্ষে নামবে ব্রাজিল। ২৬ মার্চ, ফ্রান্সের বিপক্ষে নিজের কৌশলের ভুলত্রুটি খোঁজার চেষ্টা করবেন কার্লো আনচেলত্তি।

২০২২ বিশ্বকাপে ক্রোয়াশিয়া বাজিয়েছিল ব্রাজিলের বিদায় ঘন্টা। সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল চূড়ান্ত করবে নিজেদের বিশ্বকাপের স্কোয়াড। পহেলা এপ্রিলের ম্যাচটি তাই আনচেলত্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা গুরুদায়িত্ব রয়েছে তার কাঁধে, সেই দায়িত্বের কতটুকু তিনি প্রতিফলন ঘটাতে পারছেন মাঠে, সেটার ডেমো দেখা যাবে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচগুলোতে।











