ভারতে ক্রিকেটটা মানা হয় ধর্মের মত করে। এত বিশাল জনসংখ্যার একটা দেশে সবচেয়ে বড় উৎসবের নাম ক্রিকেট। শচীন, সৌরভ কিংবা হালের বিরাট কোহলিরা যখন বাইশ গজে নামেন তখন থমকে যায় কলকাতা, দিল্লি , মুম্বাই থেকে পুরো ভারতবর্ষ। ফলে ভারতের ক্রিকেটাররাও এই দেশটার মানুষের কাছে শুধুই একজন ক্রিকেটার নন। তাঁরা হয়ে উঠেছেন একেকজন আদর্শ।
বিশাল জনসংখ্যার দেশ হওয়ায় বড় একটি অর্থনৈতিক বাজার আছে ভারতে। ফলে দেশ-বিদেশের নানা কোম্পানিই এখানে বিনিয়োগ করতে চান। এদিকে বড় বড় প্রতিষ্ঠান গুলো তাঁদের প্রচারণায় কাজে লাগান ভারতের সবচেয়ে বড় তারকাদের। ভারতের ক্রিকেটারদের। ফলের ক্রিকেট মাঠের উপার্জনের বাইরেও ক্রিকেটারদের বড় একটা আয়ের অংশ আসে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে। ফলে দেশটির ক্রিকেটাররা গড়ে তুলেন সম্পদের পাহাড়। তবে এর মাঝেও প্রশ্ন আসে ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার আসলে কারা। এই তালিকাটি সেই উত্তরই খোঁজার চেষ্টা।
- গৌতম গম্ভীর
ক্রিকেট বিদায় জানিয়ে ফেললেও এখনো এই তালিকার দশম স্থানে আছেন গৌতম গম্ভীর। ভারতের অন্যতম সেরা এই ওপেনার দেশটির হয়ে প্রায় ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ক্রিকেটারের। এছাড়া এখন ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। জানা যায়, এই ক্রিকেটারের সবমিলিয়ে প্রায় দেড়শ কোটি রূপির সম্পত্তি রয়েছে। এছাড়া এখনো প্রতিবছর গড়ে তাঁর আয় প্রায় ১৩ কোটি রুপি।
- রোহিত শর্মা
গত কয়েকবছরে রোহিত শর্মার ধারাবাহিক পারফর্মেন্স তাঁকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। রঙিন পোষাকের ক্রিকেটের নিজেকে সেরাদের কাতারে নিয়ে গিয়েছেন এই ওপেনার। ফলে ভারতের এ+ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবেও বছরে প্রায় ৭ কোটি রূপি আয় হয় এই ক্রিকেটারের। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করেও বিপুল অর্থ উপার্জন করেন তিনি। সবমিলিয়ে রোহিত শর্মার আছে প্রায় ১৬০ কোটি রূপির সম্পদ।
- রাহুল দ্রাবিড়
ভারতের হয়ে প্রায় ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দেশটির অন্যতম সেরা এই ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তিকে এখনো টিভি কমেন্ট্রি ও নানা বিজ্ঞাপনে দেখা যায়। এছাড়া কোচ হিসেবেও দারুণ সফল রাহুল দ্রাবিড়। ভারত ‘এ’ দলের কোচ হিসেবে প্রায় পাঁচ কোটি রুপি বেতন পান তিনি। সবমিলিয়ে প্রায় ১৭২ কোটি রূপির মালিক তিনি।
- সুরেশ রায়না
দ্রুত ক্রিকেটকে বিদায় জানালেও এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে ক্যারিয়ারের লম্বা একটা সময় চেন্নাইয়ের হয়ে খেলেই বিশাল এই সম্পদ গড়েছেন রায়না। সবমিলিয়ে রায়নার সম্পদের পরিমাণ ১৮৫ কোটি রূপি।
- যুবরাজ সিং
যুবরাজ সিং নিঃসন্দেহে তাঁর খেলোয়াড়ি জীবনে ভারতের ক্রিকেটে সবচেয়ে গ্ল্যামারাস ক্রিকেটারদের একজন ছিলেন। এছাড়া তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে প্রতিষ্ঠান খুলো তাঁকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করতো। ফলে অবসরের পরেও এই তালিকায় বেশ ভালো ভাবেই অবস্থান করছেন যুবরাজ সিং। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২৫৫ কোটি রূপি।
- বীরেন্দ্র শেবাগ
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার শেবাগ। ফলে ক্রিকেট মাঠে থেকে তাঁর ছিল বিশাল এক উপার্জন । এছাড়া নিজের আলাদা ব্যবসাও আছে এই ক্রিকেটারের। আবার টিভি কমেন্ট্রি, কোচিং ইত্যাদি ত আছে। ফলে সবমিলিয়ে বর্তমানে ২৮৬ কোটি রূপির মালিক তিনি।
- সৌরভ গাঙ্গুলি
সৌরভ ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ব্যাটসম্যান হিসেবেও তিনি সেরাদের কাতারেই থাকবেন। এছাড়া অবসরের পর টিভি কমেন্ট্রিতে বেশ সফল কলকাতার এই ক্রিকেটার। সবছাপিয়ে এখন তিনি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর প্রেসিডেন্ট। ফলে বর্তমানে প্রিন্স অব কলকাতার সম্পদের পরিমাণ প্রায় ৩৬৫ কোটি রূপি।
- বিরাট কোহলি
এই মুহূর্তে ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। তিন ফরম্যাটেই বিশ্বক্রিকেটে এইসময়ে সবচেয়ে সফল ব্যাটসম্যান ভারতের এই অধিনায়ক। ফলে যেকোনো প্রতিষ্ঠানের জন্যই বড় আকর্ষণ এই ব্যাটসম্যান। এছাড়া আইপিএলেও বড় অংকের পারিশ্রমিক পান তিনি। সবমিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ মোট ৭৭০ কোটি রূপি।
- মহেন্দ্র সিং ধোনি
ভারতের ক্রিকেটে অন্যতম সেরা ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া পুরো ক্যারিয়ার খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১১ বিশ্বকাপ জয়ের পর থেকে ধোনি ভারতের বাজারে এক বিশাল বিজ্ঞাপন হয়ে উঠেন। এমনকি তাঁর অবসরের পর এখনো তাঁকে নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে প্রতিষ্ঠান গুলোর। ফলে এখন প্রায় ৭৮৫ কোটি রূপির মালিক ভারতের সাবেক এই অধিনায়ক।
- শচীন টেন্ডুলকার
ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় নাম। এমনকি ক্রিকেট ইতিহাসেরই সেরাদের সেরা এই ব্যাটসম্যান। ভারতের হয়ে প্রায় দুই যুগের লম্বা ক্যারিয়ারে আছে ১০০ টি সেঞ্চুরির রেকর্ড। ফলে দেশটি বড় বড় প্রতিষ্ঠানের মুখ হয়ে উঠেন এই ক্রিকেটার। ফলে তিনিই ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার যার সম্পদের পরিমাণ প্রায় ১১১০ কোটি রূপি।