পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ। সকাল ৪ টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড়াল দিয়েছে বাংলাদেশ। প্রথম দফায় মুমিনুল হক সৌরভের নেতৃত্বে ১৮ জনের টেস্ট দলের ১৭ জনের সঙ্গে কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্য মিলে ২৬ জনের বহর গেছে।
ছুটি কাটাতে এখন পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিবেন তিনি। কোয়ারেন্টাইন নীতিমালা শিথিল করায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল আলাদা আলাদা ভাবে জিম্বাবুয়েতে যাচ্ছে। প্রতিটা দল মাত্র এক দিনের কোয়ারেন্টাইনে থাকবে।
এক দিনের কোয়ারেন্টাইন শেষেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন সবাই। একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা আর কয়েক দিন পর জিম্বাবুয়েতে যাবেন। ওয়ানডে স্কোয়াড ১৭ জনের ও টি-টোয়েন্টি স্কোয়াড ১৬ জনের।
সাকিব ছাড়াও প্রথম বহরে দলের সাথে যাননি কোচিং স্টাফের আরো সাত জন সদস্য। কারণ সবাই এখন ছুটিতে নিজ নিজ দেশে রয়েছেন। নিজ নিজ দেশ থেকেই সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিবেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন।
জিম্বাবুয়েতে সরাসরি দলের সাথে যোগ দেবেন ট্রেইনার ট্রেভর নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতোও। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও নিজ নিজ দেশ থেকেই জিম্বাবুয়ে গিয়ে দলের সাথে যোগ দিবেন। সবার আজই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
আগামীকাল এক দিনের কোয়ারেন্টাইন শেষে এক দিন অনুশীলন করে টেস্ট সিরিজ শুরুর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের পর দুই দিনের অনুশীলন শেষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭-১১ জুলাই অনুষ্ঠিত হবে এই সফরের একমাত্র টেস্ট ম্যাচটি।
একমাত্র টেস্ট শেষে ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর একই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পর ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ২০ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে মাঠে নামবে দুই দল।
ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। ২৫ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।