রোহিত ও ভিনদেশ: একটি দা-কুমড়া সম্পর্ক

গত কয়েক বছরে ভারতের সবচেয়ে সফল ওপেনার হিসেবে নিজে প্রমাণ করেছেন রোহিত শর্মা। শুধু ভারতই নয় বিশ্বক্রিকেটেও অন্যতম সেরা ওপেনারদের একজন তিনি। সাদা বলের ক্রিকেটে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন সেটা সবাই জানে। তবে তাঁর আরেকটি বিশেষ শক্তির জায়গা আছে। সেটি হচ্ছে তাঁর বড় ইনিংস খেলতে পারার ক্ষমতা। তবে এটিই এখন তাঁর সমালোচনার কারণ হয়ে উঠেছে।

রোহিতকে নিয়ে এত প্রশংসার সবচেয়ে বড় কারণ ছিল একবার সেট হয়ে গেলে সহজে উইকেট দিয়ে আসেন না। অর্থাৎ শুরুর কয়েক ওভার খেলে ফেললে বা প্রথম ২০-৩০ রান করলে রোহিত বেশিরভাগ সময়ই বড় ইনিংস খেলেন। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত করা ১৯ হাস সেঞ্চুরির ৭ টিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। এছাড়া ঘরের মাঠে এই পরিসংখ্যান আরো ইর্ষনীয়। কেননা তাঁর ৭ টি টেস্ট সেঞ্চুরিই এসেছে ভারতের মাটিতে।

বিদেশের মাটিতে এর বিপরীত কাজটা করছেন এই ব্যাটসম্যান। শুরুতে সময় নিয়ে সেট হয়েও নিজের উইকেট দিয়ে আসছেন। বড় ইনিংস খেলতে পারছেন না। এখন অবধি দেশের বাইরে ছয়টি হাফ সেঞ্চুরি করলেও একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ফলে বিদেশের মাটিতে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে শুরু করা যাক। লো স্কোরিং ম্যাচ হলে বেশ ভালোই শুরু করেছিলেন রোহিত শর্মা। প্রথম ইনিংসের কঠিন সময়টা দারুণ ভাবে পার করেছিলেন। ৬৮ বল খেলে করেছিলেন ৩৪ রান। ফলে ভাবা হচ্ছিল তাঁর ব্যাট থেকে বড় একটা ইনিংস আসতে যাচ্ছে। তবে সবাইকে হতাশ করে আউট হয়ে যান। দ্বিতীয়  ইনিংসে অনেকটা একইরকম চিত্র। ৮১ বল খেলে ৩০ রান করা রোহিতের  উপরই আশায় বুক বেঁধেছিল ভারত। তবে সেবারো নিজের উইকেট দিয়ে আসেন রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে কঠিন সময়টা পাড় করে নিজের উইকেট দিয়ে আসেন। খেলেন ১০৭ বলে ৩৬ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটে বিশেষ করে ইংল্যান্ডের কন্ডিশনে এই শুরু সময়টায় টিকে থাকাই কঠিন। তবে কঠিন কাজটা করতে পারলেও ইনিংসটাকে বড় করতে পারছেন না। ক্রিকেট মাঠে যা বিশাল এক অপরাধ বটে।

ফলে টেস্ট ক্রিকেটে দেশের বাইরে এখনো কোন সেঞ্চুরির দেখা পাননি এই ওপেনার। ওদিকে অধিনায়ক বিরাট কোহলিও নিয়মিত রান পাচ্ছেন না। ফলে টপ অর্ডার থেকে বড় ইনিংস না আসায় চাপে পড়ছে ভারত। ফলে বাইরের কন্ডিশনে ভারত বড় স্কোর করতে পারছেনা। প্রতিদিন তো আর লোয়ার মিডল অর্ডার থেকে রান আশা করা যায় না।

ওদিকে এখন অবধি ভারতের হয়ে মোট ৪০ টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা। এর মধ্যে ভারতের মাটিতে ৭৯.৫২ গড়ে করেছেন ১৬৭০ রান। ভারতে ৬ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি আছে সাত টি সেঞ্চুরি। তবে ভারতের মাটিতে দুর্দান্ত এই ব্যাটসম্যানই আবার দেশের বাইরে খেই হারিয়ে ফেলেন। দেশের বাইরে ২১ টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৭.৫৮। সবমিলিয়ে রান করেছেন মাত্র ৯৯৩। এখানে ৬ টি হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি নেই একটিও। রোহিতের সমস্যাটা হচ্ছে এখানেই, যেকারণে ভুগতে হচ্ছে ভারতকেও।

ফলে রোহিত শর্মার জন্য এখন বড় ইনিংস খেলা ভীষণ জরুরি। একইরকম জরুরি ভারতের জন্যও। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মত কন্ডিশনে রোহিত শর্মার এই দুর্বলতা ভারতের পক্ষে হয়তো খুব বেশি দিন এফোর্ট করা সম্ভব হবেন। ফলে রোহিতের ভালো ইনিংস আশা করার পাশাপাশি, নতুন ওপেনারের খোজও হয়তো জারি রাখবে ভারত।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link